ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

কৈ মাছের কালিয়া রাঁধবেন যেভাবে

প্রকাশিত: ১০:২৭ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

ঈদের পরে মাংস খেতে অরুচি ধরে গেছে অনেকেরই। এইসময় গরম ভাতের সঙ্গে মাছের নানারকম পদ হলে মন্দ হয় না। আজ থাকলো কৈ মাছের কালিয়া তৈরির রেসিপি-

উপকরণ : বড় কৈ মাছ ১০টি, টক দই ১ টেবিল চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, আদা বাটা এক চা চামচের চার ভাগের এক ভাগ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, গরম মশলা গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ, ঘি আধা চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আস্ত কাঁচামরিচ ৪-৫টি।

প্রণালি : কৈ মাছ ভালো করে ধুয়ে হলুদ, লবণ মাখিয়ে দশ মিনিট রাখুন। কড়াইতে তেল দিন, গরম হলে মাছ দু’পিঠ ভালো করে ভেজে নিন। কড়াইতে তেল দিন। টক দইয়ের সঙ্গে গরম মশলা বাদে সব মশলা মিশিয়ে কড়াইতে দিন। মশলা কষানোর পর পানি দিন, ফুটে উঠলে মাছ, কাঁচামরিচ ছেড়ে দিন। ঝোল ঘন হলে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

এইচএন/আরআইপি