ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

পোশাকের যত্ন নেবেন যেভাবে

প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৩ আগস্ট ২০১৫

বর্ষাকাল যদিও শেষ তবু বর্ষা এখনো বিদায় নেয়নি। হুটহাট এসে ভিজিয়ে দিচ্ছে সবকিছু। এই সময় পোশাক নির্বাচনে একটু সচেতন হলে কমে যায় পোশাক পরিচর্যার বাড়তি কষ্ট। মেয়েরা পাতলা সুতি ও শিফনের পোশাক বেছে নিতে পারেন। এতে বৃষ্টিতে ভিজলে পোশাকটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ছেলেদের ক্ষেত্রেও একটু পাতলা কাপড়ের দিকে গুরুত্ব দেয়া ভালো। হালকা জিনস, টি-শার্ট বেছে নিতে পারেন। পাঞ্জাবি, ভারি প্যান্ট এগুলো না পরাই ভালো। রঙের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে গাঢ় রংগুলোকে, যেমন সবুজ, নীল, লাল, কমলা। তাহলে কাদাপানির দাগটি খুব স্পষ্ট হবে না।

বৃষ্টির দিনে তো আর উৎসব থেমে থাকবে না। আর উৎসবে যোগ দিতেও একেবারে সাদামাটা পোশাক চলবে না। সে ক্ষেত্রে জয় সিল্ক, সিল্ক, মসলিন মিশেল বা সুতি শিফন মিশেলের পোশাক পরা যেতে পারে। এগুলো বৃষ্টিতে ভিজে গেলে তত ক্ষতি হয় না। তবে এসব পোশাকের ক্ষেত্রে হালকা রং বেছে নিতে হবে।

আলমারিতে তুলে রাখা কাপড়গুলো বৃষ্টির দিনে স্যাঁতসেঁতে হয়ে যায়। এতে রং নষ্ট হয়, কাপড়ের সুতাও দুর্বল হয়ে যায়। তাই নিয়মিত কাপড় রোদে শুকিয়ে নিতে হবে। অন্তত মাসে একবার ভারী ও জমাকালো পোশাকগুলো নাড়াচাড়া করতে হবে। মসলিন, সিল্কের মতো পাতলা কাপড়ের পোশাকগুলোকে রোদে বেশিক্ষণ না রেখে ছায়া ও বাতাস আছে এমন স্থানে মেলে দেয়া ভালো।

অনেক সময় গাঢ় রঙের কাপড় রোদে রং জ্বলে যায়। সে ক্ষেত্রে কড়া রোদে এ ধরনের কাপড় বেশিক্ষণ না রাখা উচিত। অনেকেই তুলে রাখা পোশাকে অতিরিক্ত ন্যাপথলিন ব্যবহার করেন। এটি ঠিক নয়।

তেজপাতা, নিমপাতা ধরনের প্রাকৃতিক শুকনো পাতা রাখতে পারেন আলমারিতে। তবে খেয়াল রাখুন, সেটি থেকে যেন পোকা না হয়।

বৃষ্টিতে ভেজা কাপড়গুলো প্রাথমিকভাবে বাতাসে মেলে দিতে হবে। বারান্দায়, ছাদে অথবা ফ্যানের বাতাসে যেকোনো জায়গায় দিতে পারেন। ভেজা কাপড়গুলো পুরোপুরি শুকিয়ে নিতে হবে, নতুবা কাপড়ে তিলা পড়তে পারে। যদি কাপড়ে কাদাপানি লেগে যায়, সে ক্ষেত্রে ঠান্ডা পানিতে কাপড়টি আলতো করে ধুয়ে ময়লা সরিয়ে নিতে হবে। কাদার দাগ তুলতে লেবু বা ভিনেগার ব্যবহার করতে পারেন। এটি মেখে মেলে দিলে দাগ উঠে যায়।

এইচএন/পিআর