ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

শিশুর যত্নে কিছু টিপস

প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৫ আগস্ট ২০১৫

শিশুরা নিজের যত্ন নিজে নিতে পারে না। প্রায় সময়ই দেখা যায় খেতে গিয়ে তারা কাপড়ে দাগ লাগিয়ে ফেলে কিংবা আগ্রহবশত নিজের কাজ নিজে করতে গিয়ে সব ওলট-পালট করে ফেলে। শিশুর যত্নে তাই অভিভাবকদের হতে হবে আন্তরিক। রইলো শিশুর যত্নে কিছু টিপস-

১. শিশুকে নিয়মিত গোসল করানোর অভ্যাস করুন।
২. গোসলের পানিতে কয়েকটি নিমপাতা দিন।
৩. প্রতিদিন সাবান ব্যবহার না করে মাঝে মাঝে বেসনের সঙ্গে কাঁচা হলুদ এবং দুধ মিশিয়ে গায়ে লাগিয়ে ধুয়ে ফেলুন।
৪. শিশুর চুলে খুশকি ও উকুন হলে দইয়ের সঙ্গে মধু মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
৫. গোসল করানোর ১০ মিনিট আগে সরিষার তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথায় লাগান। এরপর বেবি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল ঝরঝরে ও পরিষ্কার হয়।
৬. সপ্তাহে একদিন শিশুর নখ কাটুন। নখ বড় হলে ভেতরে ময়লা জমে পেটের অসুখ হতে পারে।
৭. সবসময় সুতিকাপড় পরানোই ভালো।
৮. শিশুদের কাপড় অতিরিক্ত নোংরা হয়। তাই একবার ব্যবহারের পর ধুয়ে ফেলুন।
৯. কাপড়ে চুইংগাম লাগলে কাপড়টি একটি পলিথিনে ভরে কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। এরপর চুইংগামটি শক্ত হলে উঠিয়ে ফেলুন।
১০.  স্কুলড্রেস একাধিক বানিয়ে নিন। দুই-তিন দিন ব্যবহরের পর ধুয়ে ইস্ত্রি করে ফেলুন।

এইচএন/আরআইপি