নিমিষেই দূর করুন ব্লাকহেডস
ব্লাকহেডস দূর করতে নানা উপায় বেছে নেন অনেকেই। তার কোনোটা কাজ করে, কোনোটা আবার কাজ করে না। অনেকে নখ দিয়ে খুটিয়েও থাকেন। এটি মোটেও ঠিক নয়। কারণ এর কারণে আক্রান্ত জায়গায় ইনফেকশনও হয়ে যেতে পারে। ব্লাকহেডস নিয়ে সমস্যায় ভুগলে খুব সহজেই এর সমাধান করতে পারেন। তার জন্য প্রয়োজন শুধু একটি ডিম ও কিছু টিস্যু পেপার। চলুন প্রয়োজনীয় এই টিপস জেনে নেই।
আরও পড়ুন: চুল কাটুন মুখের গড়ন বুঝে
ব্যবহারবিধি:
ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এরপর ডিমের সাদা অংশ চোখের নিচ, নাকের চারপাশসহ সমস্ত মুখে লাগিয়ে নিন। এ অবস্থায় মুখের উপর টিস্যু পেপার চেপে বসিয়ে দিন। এর উপর আরেক লেয়ার সাদা অংশ বসিয়ে দিন।
মুখ শুকিয়ে এলে টিস্যূ সহ প্যাক টেনে তুলে আনুন।
এই প্যাক নিয়মিত ব্যবহারে আপনি ব্ল্যাকহেডসের সমস্যা থেকে মুক্তি পাবেন। যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্যও এই প্যাকটি উপকারী। কেননা ডিমের সাদা অংশ মুখের বাড়তি তেল তুনে আনতে সহায়ক।
চাইলে আপনি ডিমের সাদা অংশের সাথে এ্যালোভেরা জেল বা কাঁচা হলুদের রসও মেশাতে পারেন।
আরও পড়ুন: ঘরেই করুন হারবাল ফেসিয়াল
এছাড়াও লেবুর রস ও চিনি একসাথে মিশিয়ে ফেসিয়াল স্ক্রাব হিসেবে ব্যবহার করলেও ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাবেন। লেবুর রসের এ্যান্টি অক্সিডিয়েন্ট ক্ষমতা ত্বকের ভেতরে প্রবেশ করে ব্ল্যাকহেডস থেকে দেবে মুক্তি।
এইচএন/আরআইপি