ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

শ্যাম্পু ছাড়াই চুলের যত্ন নেবেন যেভাবে

প্রকাশিত: ০৯:২০ এএম, ৩০ জুলাই ২০১৫

চুল পরিষ্কারের জন্য শ্যাম্পুর ওপর নির্ভরশীল অনেকেই। আবার শ্যাম্পু ব্যবহার করেও কখনো কখনো চুল হয়ে পড়ে প্রাণহীন আর অনুজ্জ্বল। তাই শ্যাম্পুর বদলে চুলের যত্ন নিতে পারেন ভেষজ উপাদানের মাধ্যমে। ভেষজ উপাদান শ্যাম্পুর চেয়েও বেশি উপকারি। তাই শ্যাম্পু ছাড়াই চুলের যত্ন নিন, ভেষজ উপাদানের ব্যবহারে-

ভেষজ হিসেবে আমলকির গুণাবলীর তালিকা দীর্ঘ। চুলের যত্নেও এই ভেষজ ফলটি তুলনাহীন। আজকাল তেল কিংবা শ্যাম্পু থেকে শুরু করে চুলের বিভিন্ন প্রসাধনেও ব্যবহৃত হচ্ছে আমলকি। এতে আছে ভিটামিন সি। যা মাথার ত্বকে তৈরি যে কোন ইনফেকশন সারাতে সহায়তা করে। চুলকে করে তোলে সুন্দর ঝরঝরে। খুশকির দৌরাত্ম্য দমনেও আমলকি উপকারি। আমলকি কেটে দুধে ভিজিয়ে রাখুন ঘণ্টা কয়েক। ভিজিয়ে রাখা আমলকি বেটে পেস্ট তৈরি করুন। তারপর সেই পেস্ট চুলে বিলি কেটে কেটে একেবারে চুলের গোড়ায় ঘষে ঘষে মাখুন। এক ঘণ্টা রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। পারলে আমলকির পেস্টের সঙ্গে মেহেদি পাতাও যোগ করতে পারেন। আরো ভালো চুল পাবেন।

চুলের যত্নে লেবুও ভীষণ কার্যকর। ক্লিনজার হিসেবে লেবু খুব ভালো কাজ করে। মাথার ত্বকের ব্যাকটেরিয়া দূর করতেও লেবু সাহায্য করতে পারে। এজন্য এক মগ পানিতে একটি লেবু রস চিপে নিন। সেই পানি চুলে ভালো করে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। তৈলাক্ত চুল ঝরঝরে করে তুলতে লেবুর রসের তুলনা নেই।

এইচএন/পিআর