ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

দাগহীন ত্বক পেতে যে মাস্কটি ব্যবহার করবেন

প্রকাশিত: ০৭:০৬ এএম, ২৯ জুলাই ২০১৫

আমাদের ত্বকে সবচেয়ে বেশি সমস্যা হলো অবাঞ্ছিত লোম, কাল দাগ ও ডেড সেল। পার্লারে গিয়ে বা লেজার ট্রিটমেন্টের সাহায্যে এ থেকে মুক্তি পাওয়া যায়। এতে অবশ্যই সময়ের সঙ্গে প্রচুর অর্থও খরচ হয়। এছাড়াও এই ধরণের চিকিৎসায় বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। তবে নিরাপদে সুন্দর ত্বক পেতে চাইলে খুব একটা কষ্ট করতে হবে না। ঘরে বসে খুব সহজেই একটি মাস্ক মুখে মাখলে আপনার ত্বক হয়ে উঠবে মসৃণ, উজ্জ্বল ও দাগহীন।

এক চা চামচ জেলোটিন, তিন চা চামচ দুধ ও আধ চা চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে ১৫ সেকেন্ড মাইক্রোওয়েভে গরম করে নিন। এবার মিশ্রণটি সামান্য ঠান্ডা করে মুখে লাগিয়ে নিন। লক্ষ রাখবেন যাতে এই মিশ্রণটি চোখ ও ভ্রুর সংস্পর্ষে না আসে। এবার মাস্কটি শুকিয়ে গেলে ধীরে ধীরে তুলে ফেলুন। এটি ত্বক মসৃণ করার পাশাপাশি ত্বকের গভীরে জমে থাকা ময়লা, অবাঞ্ছিত লোম,  কাল ছোপ, মৃত কোষ দূর করে মুখের ত্বকে ফর্সা, উজ্জ্বল ও গাহীন করে তোলে। সপ্তাহে অন্তত দুই বার করে এটি প্রয়োগ করলে এক মাসের মধ্যেই ফল পাবেন হাতে নাতে।

এইচএন/পিআর