ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

লবঙ্গের যত উপকারিতা

প্রকাশিত: ০৮:১৩ এএম, ২৭ জুলাই ২০১৫

লবঙ্গ সাধারণত রান্নার সময় ফোড়নে ব্যবহার হয়ে থাকে। রান্নার স্বাদ বাড়াতে গরম মসলার মধ্যেও লবঙ্গ থাকে। এছাড়া লবঙ্গের আরও বিশেষ কিছু গুণ আছে, যা আমাদের শরীরের ক্ষেত্রে ভীষণ উপকারী। চলুন জেনে নিই-

১. লবঙ্গ কফ-কাশি দূর করে।
২. পানির পিপাসা পেলে বা বুকে অস্বস্তি হলে লবঙ্গ খাওয়া দরকার। তাতে পিপাসা মেটে।
৩. লবঙ্গ হজমে সহায়তা করে। খিদে বাড়ায়। পেটের কৃমি নাশ করে দেয়।
৪. লবঙ্গ পিষে মিশ্রি বা মধুর সঙ্গে খাওয়া ভীষণ ভালো। এতে রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ায়।
৫. এটা অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ করে। হাঁপানির মাত্রা কম করে।
৬. চন্দনের গুঁড়ার সঙ্গে লবঙ্গ পিষে লাগালে ত্বকের যে কোনো সমস্যা দূর হয়ে যায়।
৭. দাঁতে ব্যথা হলে লবঙ্গ মুখে রাখুন, কমে যাবে।

মুখে দুর্গন্ধ দূর করে লবঙ্গ।

এইচএন/এমএস