ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

চিংড়ি মাছের ভর্তা

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১:২৫ এএম, ২০ জুলাই ২০১৫

ঈদে অনেক রকম ভারি খাবার খেয়ে এখন নিশ্চয়ই একথালা গরম ভাতের সঙ্গে নানা পদের ভর্তার জন্য মন কেমন করছে। ঝিরিঝিরি বৃষ্টির এমন দিনে গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি মাছের ভর্তা খেতে নিশ্চয়ই মন্দ লাগবে না। রইলো রেসিপি-

উপকরণ : চিংড়ি মাছ মাঝারি ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৫-৬টি, শুকনো মরিচ ৪-৫টি, তেল সামান্য এবং লবণ স্বাদ অনুযায়ী।

প্রণালি : মাছের খোসা ফেলে ভালো করে ধুয়ে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে নিয়ে চুলায় রেখে ভালো করে ভাজতে থাকুন। মাছ মচমচে হয়ে এলে সেটি নামিয়ে গরম গরম পাটায় বেটে নিন। সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি ভর্তা।

এইচএন/পিআর