ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

কালির দাগ দূর করার সহজ উপায়

প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১১ জুলাই ২০১৫

অসাবধানতায় পোশাকে কিংবা প্রয়োজনীয় কোনো জিনিসে কালির দাগ পড়ে যেতে পারে। এই দাগ খুব সহজে উঠতে চায় না। তবে কালির কঠিন দাগ তোলার জন্য রয়েছে সহজ কিছু উপায়। চলুন, জেনে নেয়া যাক-

১. রঙিন কাপড়ে কালির দাগ লাগলে সাধারণভাবে তা তুলতে গেলে কাপড়ের রঙই নষ্ট হয়ে যায়। একটি কাজ করুন রঙিন কাপড়ের দাগ লাগা অংশ দুধে ভিজিয়ে রাখুন পুরো রাত। এরপর সকালে উঠে স্বাভাবিক ভাবে ধুয়ে নিন। ব্যস, দূর হয়ে যাবে কালির দাগ।

২. কার্পেটে কালির দাগ লাগলে কর্ণফ্লাওয়ারের সাথে কিছুটা দুধ মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। এই পেস্ট দাগের উপরে লাগান এবং কয়েকঘণ্টা রেখে শুকিয়ে যেতে দিন। তারপর একটি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে তুলে নিন। দেখবেন কালির দাগ গায়েব।

৩.সাদা কাপড়ে কালির দাগ লাগলে হেয়ার স্প্রে দিয়ে সঙ্গে সঙ্গে দাগের উপরে স্প্রে করে দিন। দাগ উঠে যাবে সহজেই।

৪. ঘরের এমন কোনো জিনিসে যদি দাগ লাগে যা পানিতে ধোয়া সম্ভব নয়, তাহলে সেই দাগ তোলার খুব সহজ একটি সমাধান রয়েছে। একটি তুলোর বলে নেইলপলিশ রিমুভার লাগিয়ে নিন। এরপর তা দাগের উপরে ঘষে নিন। ব্যস, দাগ সমস্যার সমাধান।

এইচএন/আরআইপি