ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ত্বকের যত্বের সাতকাহন

প্রকাশিত: ০২:৫৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৪

ত্বক খুব সেনসিটিভ হলে অনেকেই মেক আপের আগে ফাউন্ডেশন লাগাতে পারেন না। চলুন জেনে নিই ফাউন্ডেশন ছাড়াই কীভাবে সাজাবেন নিজেকে-
মেক-আপ শুরু করার আগে কোনও ভাল কোম্পানির ফেশ-ওয়াস দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন।

আপনার স্কিন যদি ড্রাই হয় তাহলে প্রথমে মুখে ও গলায় ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার যেহেতু সেনসিটিভ স্কিন তাই ফাউন্ডেশনের বদলে কমপ্যাক্ট লাগিয়ে নিন। অবশ্যই স্কিন টোন অনুযায়ী কমপ্যাক্ট কিনবেন। কনপ্যাক্ট লাগানো হয়ে গেলে চিকবোনে সামান্য ব্লাশার লাগিয়ে নিন। একটু আপওয়ার্ড ও আউটওয়ার্ড স্ট্রোকে ব্লাশার লাগান। দেখতে সুন্দর লাগবে।

আর আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলে ময়েশ্চারাইজারের পরিবর্তে ভাল কোনও লোশন লাগিয়ে কনপ্যাক্ট লাগিয়ে নিন।