ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

কৈশোরের মন পরিবর্তন

প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৪

পাঁচ বছর আগেও জার্মানির ১৪ থেকে ১৭ বছরের তরুণ তরণীরা সঙ্গীর সঙ্গে শারীরিক মিলনে আবদ্ধ হত৷ এর ফলে অপ্রাপ্তবয়স্ক তরুণীরা অনাকাঙ্খিত ভাবে গর্ভবতী হয়ে পড়ত৷ এই কারণেই জার্মানিতে গর্ভপাতেরও সংখ্যাও বেড়ে যাচ্ছিল৷ সেকারণেই এই বিষয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন সমাজ কর্মীরা৷

তবে গবেষণায় ধরা পড়েছে গত পাঁচ বছরে ওদেশের টিনেজারদের মধ্যে নাকি এই ধরণের প্রবণতা অনেকটাই কমেছে৷ অপ্রাপ্তবয়স্করা নাকি এখন বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিক সম্পর্ক নিয়ে অনেক বেশি ভাবছেন৷ নতুন গবেষণায় দেখা গেছে, আগে ১৪ থেকে ১৭ বছয় বয়সিদের মধ্যে শতকরা ১২ শতাংশ ছেলেমেয়ের যৌনতার স্বাদ গ্রহণ করত৷ বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে মাত্র সাত শতাংশে৷ পাঁচ বছর আগে ছেলেদের মধ্যে এই প্রবণতা ছিল ১০ শতাংশে বর্তমানের যার পরিমাণ মাত্র চার শতাংশ৷

তবে, ১৭ বছর বয়সি মেয়েদের মধ্যে এই প্রবণতা কমলেও ছেলেদের ক্ষেত্রে এটি এখনও কুব একটা কমেনি বলেই দাবি এই গবেষণার৷ গবেষণায় অন্তর্গত টিনএজাররা জানিয়েছেন তারা জীবনের আদর্শ পুরুষ বা মহিলাটিকে খুঁজে পেতে চাইছেন আর সেকারণেই তারা চট করে আর সহবাসে লিপ্ত হচ্ছেন না৷ এক্ষেত্রে তাদের কথা স্পষ্ট যে তারা সম্পর্কের স্থায়ীত্বের উপরে জোর দিতে শিখেছেন৷

জার্মান সরকারের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পরিচালক এলিজাবেথ পট জানিয়েছেন, ,ঠিক যৌনশিক্ষার ফলেই জার্মানের তরুণ তরুণীদের মধ্যে মানসিক পরিবর্তন আসছে৷