ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ত্বকের যত্নে লেবুর কিছু ফেস মাস্ক

প্রকাশিত: ০৬:৫২ এএম, ১১ মে ২০১৫

ত্বক কিংবা চুলের যত্নে লেবুর ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছু নেই। লেবু দিয়ে বিভিন্ন উপায়ে নেয়া যেতে পারে ত্বকের যত্ন। ব্যবহার করতে পারেন লেবুর তৈরি কিছু ফেস মাস্ক। কীভাবে তৈরি করবেন? চলুন জেনে নিই-

১. ১ চামচ মধু, এক চা চামচ লেবুর রস এবং কয়েক ফোঁটা আমণ্ড অয়েল ভালো ভাবে মিশিয়ে মুখে এবং ঘাড়ে মাখুন। এটি খুব ভালো এন্টিরিঙ্কেল মাস্ক হিসেবে কাজ করে।

২. লেবুর রস, মধু এবং অলিভ অয়েল সমান পরিমাণে মিশিয়ে মুখে লাগান। এই মাস্ক ত্বকের শুষ্কভাব কমিয়ে ত্বক কে ময়েশ্চারাইজ করে।

৩. ২ চামচ চিনি এবং অর্ধেক লেবুর রস মিশিয়ে মুখে ঘষুন। এটি রুক্ষ এবং নিষ্প্রাণ ত্বকের জন্য খুব ভালো স্ক্রাব হিসেবে কাজ করে।

৪. ১ চা চামচ লেবুর রস এবং ডিমের সাদা অংশ ভালো মতো মিশিয়ে মুখে লাগান। শুকালে ধুয়ে ফেলুন। এই মাস্কটি ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে ত্বককে নরম এবং উজ্বল করে।

সতর্কতা :

১. লেবুর রস মুখে ব্যবহার করলে বাইরে যাওয়ার আগে অবশ্যই নিয়মিত সানস্ক্রিন লাগাতে হবে।

২. লেবুর রস লাগালে যদি মুখে জ্বালা অনুভব করেন তাহলে ব্যবহার করা বন্ধ করে দেবেন।

এইচএন/আরআইপি