শিশুর পোশাকের যত্ন নেবেন যেভাবে
শিশুরা দুরন্ত। ছোটাছুটি, খেলাধুলা করাই তাদের কাজ। আর এমন দুরন্তপনা করতে গিয়েই পোশাকের বারোটা বাজিয়ে ফেলে তারা। কিন্তু শিশুরা তো আর নিজেদের যত্ন নিজেরা নিতে পারে না, তাদের পোশাকের যত্নে বিশেষ খেয়াল রাখতে হবে মা-বাবাকেই। চলুন জেনে নিই কেমন হবে শিশুর পোশাক ও কীভাবে নেবেন তার পোশাকের যত্ন-
১. শিশুদের সবসময় সুতি কাপড় পরানোই ভালো।
২. শিশুদের কাপড় অতিরিক্ত নোংরা হয়। তাই একবার ব্যবহারের পর ধুয়ে ফেলুন।
৩. কাপড়ে চুইংগাম লাগলে কাপড়টি একটি পলিথিনে ভরে কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। এরপর চুইংগাম শক্ত হলে উঠিয়ে ফেলুন।
৪. দাগ পরিষ্কার করতে কাপড় লবণ পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন।
৫. শিশুর কাপড়ে তরকারির দাগ লাগলে সাদা টুথপেস্ট লাগিয়ে দুই ঘণ্টা পর ধুয়ে ফেলুন। উঠে যাবে।
৬. কাপড়ে কলমের দাগ পরিষ্কার করতে নেইল পলিশ রিমুভার ব্যবহার করুন।
৭. স্কুলড্রেস একাধিক বানিয়ে নিন। দুই-তিন দিন ব্যবহরের পর ধুয়ে ইস্ত্রি করে ফেলুন।
এইচএন/আরআই