ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

বিকেলের নাস্তায় দুই পদ

প্রকাশিত: ১১:০২ এএম, ০৫ এপ্রিল ২০১৫

বৃষ্টিভেজা বিকেলের নাস্তায় কী খেতে আপনি সবচেয়ে পছন্দ করবেন? আপনার আলাদা কোনো পছন্দ থাকতেই পারে। তাই বলে চিকেন বল কিংবা মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই খেতে নিশ্চয়ই মন্দ লাগবে না। তৈরি করতে না জানলে এখনই শিখে নিন। রইলো রেসিপি-

ফ্রেঞ্চ ফ্রাই

উপকরণ : আলু ১ কেজি (লম্বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কাটা।) ভিনেগার ২ চা-চামচ। বিট লবণ ২ চা-চামচ। গোলমরিচ-গুঁড়া ১ চা-চামচ। তেল পরিমাণ মতো।

পদ্ধতি : আলু কেটে লবণ ও ভিনেগার দিয়ে মিশিয়ে রেখে দিতে হবে। পরিমাণ মতো পানি গরম করে তাতে আলুগুলো ছেড়ে দিন। ১০ মিনিটের মতো সিদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে ফেলুন। এরপর ডুবো তেলে দিয়ে দিন। মাত্র ১ মিনিট রেখে নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন।

এরপর আলুগুলো টিস্যুর উপর রেখে তেল ঝরান। একটা পাত্র কিংবা প্যাকেটে আলুগুলো ভরে গোলমরিচ-গুঁড়া দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। ২-৩ ঘণ্টা পর বের করুন।

তেল গরম করে আলুগুলো আসতে আসতে দিন। খুব সাবধানে, নইলে পানি তেলে মিশে ছিটতে পারে। এরপর জখন দেখবেন আলু একটু মচমচা ভাব চলে আসছে, নামিয়ে ফেলুন।

পরিবেশন করার সময় উপর দিয়ে বিট লবণ ছিটিয়ে দিন।

চিকেন বল

উপকরণ : মুরগির মাংস (হাড় ছাড়া) ২ কাপ। পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ। রসুনকুচি ১ টেবিল-চামচ। আদাবাটা ১ টেবিল-চামচ। মরিচ ৪-৫টি গোল করে কাটা। জিরাগুঁড়া ১ চা-চামচ। গোলমরিচ-গুঁড়ো ১ টেবিল-চামচ। লেবুর রস ২ চা-চামচ। আলু মাঝারি ১টি। পাউরুটি ১ টুকরা। বিস্কুটের গুঁড়া আধা কাপ। তেল পরিমাণমতো। লবণ স্বাদমতো।

পদ্ধতি : আলু সিদ্ধ করুন। বিস্কুটের গুঁড়া আর তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে হাত দিয়ে বলের মতো গোল করুন। তেল গরম করতে দিন। ডুবো তেলে ভাজতে হবে। বিস্কুটের গুঁড়াতে ওই বলগুলো মিশিয়ে তেলে দিয়ে দিন।

খয়েরি রং হয়ে আসলে নামিয়ে ফেলুন। এরপর সসের সঙ্গে পরিবেশন করুন।

এইচএন/আরআই