ভেনেজুয়েলার ফ্যাশন বৈচিত্র্য
ইতিহাস এবং সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমির নাম ভেনেজুয়েলা। এটি দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে ক্যারাবিয় সাগরের তীরে অবস্থিত। দেশের মধ্যভাগে আছে তৃণময় সমভূমি এবং রুক্ষ উচ্চভূমি। ভেনেজুয়েলার রাজধানী এবং বৃহত্তম শহরের নাম কারাকাস। পূর্বে এটি ভেনেজুয়েলা প্রজাতন্ত্র নামে পরিচিত ছিলো। ১৯৯৯ সালে এর নাম সরকারিভাবে বদলে রাখা হয় ভেনেজুয়েলা বলিভারীয় প্রজাতন্ত্র। এই দেশের মুদ্রার নাম বলিভার।
ভেনেজুয়েলার মানুষ প্রচুর মিশুক এবং হাসিখুশি। অতিথি আপ্যায়নের ব্যাপারে এরা খুবই সচেতন। এরা খুব সংস্কৃতমনা মানুষ। ভেনেজুয়েলার মানুষ জন্মসূত্রে দেখতে সুন্দর হয়ে থাকে। প্রতিবছর সুন্দরী প্রতিযোগিতায় এখান থেকেই অনেক তরুণী মাথায় পরেন বিজয় মুকুট। গান, নাচের এসবের পাশাপাশি সব সাংস্কৃতিক অনুষ্ঠানই এরা জাঁকজমক ভাবে উদযাপন করে থাকে। আমাদের আজকের আয়োজন ভেনেজুয়েলার মানুষের ফ্যাশন ও লাইফস্টাইলকে ঘিরে। জানবো তাদের সংস্কৃতি, পোশাক এবং খাবারদাবার সম্পর্কে।
ফুটবল এবং বাস্কেট বল ভেনেজুয়েলার জনপ্রিয় দুটি খেলা। এখানকার মানুষ খুবই ভোজন রসিক মানুষ। আরেপা, ইম্পানান্দাস, কাকচাপ, পাবেলোন, রিইনা পিপাইডা তাদের জনপ্রিয় কিছু খাবারের নাম। এছাড়া ভেনেজুয়েলার মেয়েরা জিতেছে সাতবার মিস ইউনিভার্স ক্রাউন, ছয়বার মিস ওয়ার্ল্ড ক্রাউন, সাতবার মিস ইন্টারন্যাশনাল ক্রাউন এবং দুইবার মিস আর্থ ক্রাউন।
ভেনেজুয়ালের মানুষের মাঝে রয়েছে নিজেদের নিত্য নতুন ফ্যাশনে রাঙ্গিয়ে তোলার মনোভাব। তাদের ফ্যাশনে স্প্যানিশ এবং ক্যারিবিয়ান সংস্কৃতি ফুটে ওঠে। মেয়েরা সচারচর স্কার্ট পরতে ভালোবাসে। তবে সেই স্কার্টে ফুলের ছাপা কিংবা কাজ থাকতে হবে। এখানকার মেয়েরা শখ করে তাদের খোঁপায় ফুল গুঁজে রাখে। এরা পোশাকের সাথে মিলিয়ে গহনা পরতে পছন্দ করে। ইন্দোনেশিয়ান ফ্যাশন যারা অনুসরণ করে তারা পছন্দ করে শর্ট স্কার্ট এবং কাট টপস। ছেলেদের ক্ষেত্রে তারা ক্যাজুয়াল লুকে থাকতেই পছন্দ করে। অফিসে কিংবা বাসার তারা টি শার্ট, প্যান্ট কিংবা জিন্স পরে থাকে।
এইচএন/জেআইএম