ফুডপান্ডায় আইফোন সিক্স জেতার সুযোগ
চলছে বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনা, বসে নেই দর্শকরাও। ক্রিকেটপ্রেমীদের জন্য ফুডপান্ডা আয়োজন করেছে ফেসবুক কনটেস্ট।
কনটেস্টের অংশ হিসেবে ফুডপান্ডার ফেসবুক পেইজে (facebook.com/FoodpandaBangladesh) খেলা চলাকালীন তিনটি করে প্রশ্ন পোস্ট করা হচ্ছে। প্রতিদিন সঠিক উত্তর প্রদানকারীদের মধ্যে প্রথম ৩ জন পাচ্ছেন ৩০০ টাকার গিফট ভাউচার। আর সবগুলো ম্যাচ মিলে সর্বোচ্চ সঠিক উত্তর প্রদানকারী পাবেন একটি ব্র্যান্ড নিউ আইফোন সিক্স।
ফুডপান্ডার এ কুইজ চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত। কনটেস্টে অংশগ্রহণ করতে ভিজিট করুন www.facebook.com/FoodpandaBangladesh
উল্লেখ্য, ইউরোপ, এশিয়া আফ্রিকাসহ বিশ্বের ৪৬টিরও বেশি দেশে ফুডপান্ডার কার্যক্রম রয়েছে। www.foodpanda.com.bd সাইটে গিয়ে ফুডপান্ডা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অর্ডার দেয়ার নিয়মকানুন জানা যাবে। বাংলাদেশে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে সেবা দিচ্ছে ফুডপান্ডা।
এআরএস