ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

সহকর্মীর সঙ্গে সুসম্পর্কের ৬ উপায়

প্রকাশিত: ০৬:৪৮ এএম, ০৭ মার্চ ২০১৫

অফিসকে বলা হয় কর্মজীবী মানুষের দ্বিতীয় বাসস্থান। অফিসের সহকর্মীরা সবাই পরিবারের সদস্যের মতোই। যেহেতু দিনের বেশিরভাগ সময় অফিসেই কাটাতে হয় তাই অফিসে সুন্দর আর স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করতে হবে আপনাকেই। বজায় রাখতে হবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক। চলুন জেনে নিই সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উপায়-

১. নতুন কর্মক্ষেত্রে আপনার সঙ্গে যারা কাজ করবেন তাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করুন। যদি আপনার সহকর্মীদের মধ্যে একজন বন্ধু খুঁজে পান তাহলে আপনার নতুন পরিবেশে মানিয়ে নিতে কোনো সমস্যাই হবে না।

২. আপনার সহকর্মীদের ওপর সদয় আচরণ করার চেষ্টা করুন। শ্রদ্ধা করতে শিখুন। আপনার মানবিকবোধ যদি ভালো থাকে সহকর্মীদের আনন্দ দেয়ার চেষ্টা করে দেখতে পারেন। কেউ কোনো ভুল করলে বকা না দিয়ে হাসিমুখে বোঝানোর চেষ্টা করুন।

৩. সহকর্মীর আচরণে হঠাৎ রেগে না গিয়ে শান্ত থাকুন। শান্ত হয়ে কথা বলুন। দু`জনেই রেগে গেলে কাজের পরিবেশ নষ্ট হবে। এমনও তো হতে পারে, সহকর্মী আপনার শান্ত মুখ দেখে অনুশোচনায় ভুগছেন। ফলে এই রকম আচরণ সে আর নাও করে পারে।

৪. সহকর্মীদের কথা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। কাজের পরিবেশ ভালো রাখতে হলে এর কোনো বিকল্প নেই। আপনার সহকর্মীকে কথা বলার সুযোগ দিন। সে কি বলতে চায় তা মন দিয়ে শুনুন। এমনও হতে পারে এতে আপনার সহকর্মী আপনার ও আপনার পুরো টিমের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখবে।

৫. অতিরিক্ত আত্মবিশ্বাসী হিসেবে নিজেকে উপস্থাপন করবেন না। নতুন চাকরির ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতিকর। যে বিষয়টি সম্পর্কে আপনার ভালো ধারনা নেই, তা সহকর্মীদের কাছ থেকে বুঝে নিতে পারেন।

৬. আপনার বসের প্রতি শ্রদ্ধাশীল হোন। সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। সহকর্মীরা যদি কোনোরকম সাহায্য চান, যতটা সম্ভব সাহায্য করুন। অধস্তন কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করুন।

এইচএন/এমএস