ঝাল জাতীয় খাবার বেশি পছন্দ : তৌসিফ মাহবুব
মডেলিং থেকে নাটকের ভুবনে যাত্রা তার। বাবার ইচ্ছা ছিল তার ছেলে হবে ইঞ্জিনিয়ার। বাবার সেই স্বপ্ন অপূর্ণ রাখেননি তিনি। তবে তার সাথে অভিনয় জীবনেও ঝুলিতে জমিয়েছেন অনেক সফলতা। লাখো তরুণীর মনে তার বসবাস। বলছিলাম এই প্রজন্মের অভিনয়শিল্পী তৌসিফ মাহবুবের কথা। অভিনয়ের পাশাপাশি তিনি প্রচণ্ড ফ্যাশনপ্রিয় একজন মানুষ। হাজার ব্যস্ততার মাঝে তিনি তার লাইফস্টাইল এবং ফ্যাশন বিষয়ে সব সময় থাকেন সচেতন। তৌসিফ মাহবুব তার ফ্যাশন এবং লাইফস্টাইল সম্পর্কে জানিয়েছেন জাগো নিউজকে। সঙ্গে ছিলেন ফারিন সুমাইয়া-
ব্যস্ততার জন্য প্রায়ই খুব সকালে ঘুম থেকে উঠতে হয় তৌসিফ মাহবুবকে। অভিনয়ের ক্ষেত্রে তিনি কাজ আগের থেকেই গুছিয়ে রাখতে পছন্দ করেন। কবে কোথায় কোন পোশাকে কাজ হবে তা তৌসিফ মাহবুবের কাছে আগে থেকেই জানানো হয়ে থাকে। সেই চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে থাকেন তিনি।
খাবারের প্রসঙ্গে তিনি জানান অভিনয় জীবন তার খাবারের বেলায়ও প্রভাব ফেলে। চরিত্র অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে খাবারের মেনুতে কখনো ছাঁটাই আবার কখনো বাড়তি খাবারের নাম জুড়ে দেন তিনি। চরিত্র অনুযায়ী নিজেকে হালকা পাতলা, রোগা দেখাতে গিয়ে খাবারের তালিকা থেকে বাদ দিতে হয় অনেককিছু। অন্যদিকে চরিত্রের প্রয়োজনে কখনো কখনো খাবারের মেনুতে যুক্ত করা হয় বাড়তি খাবার। তার পছন্দ ঝাল জাতীয় খাবার। পছন্দের খাবারের কথা জিজ্ঞেস করতে তিনি বলেন শুঁটকি মাছ দিয়ে রান্না করা তরকারি।
ব্যস্ত এই তারকার পছন্দ ছুটির দিনটা ঘুমিয়ে কাটানো আর ছোট ভাইকে সময় দেওয়া। তৌসিক মাহবুবের একটা সময় গানের প্রতি ছিল খুব নেশা। যা এখনো আছে। ছোট ভাইয়ের গানের প্রতি আকৃষ্টতা থাকায় ভাইয়ের সাথে বাড়িতে থাকা গানের ছোট্ট স্টুডিওতে সময় কাটাতে ভালোবাসেন তিনি। শরীরচর্চার ব্যাপারেও তাকে নির্ভর করতে অভিনয়ের চরিত্রের উপর। নিজেকে যেভাবে ফিট রাখা যায় তাই অনুসরণ করেন এই নাট্যকার।
এক্সেসরিজের ক্ষেত্রে তার পছন্দ পোলিশ ব্র্যান্ডের সানগ্লাস। এছাড়া হাতে ঘড়ি পরতেও ভালোবাসেন তিনি। তার প্রিয় ব্যক্তি মা। প্রিয় শখ ঘুমানো। প্রিয় গায়িকা কনা। প্রিয় অভিনেত্রী সুবর্না মোস্তফা। তার পছন্দের সিনেমা (Shawshank Redemption) শশাঙ্ক রিডেমশন। তার কাছে ফ্যাশন কী জানতে চাইলে তিনি বলেন চরিত্রই তার কাছে ফ্যাশন। চরিত্র অনুযায়ী নিজেকে উপস্থাপন করাই হচ্ছে তৌসিফ মাহবুবের কাছে ফ্যাশন।
এইচএন/এমএস