ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

নিজেকে দৃষ্টিগ্রাহ্য করে উপস্থাপন করাই ফ্যাশন

হাবীবাহ্ নাসরীন | প্রকাশিত: ০৯:১০ এএম, ০৮ ডিসেম্বর ২০১৬

ফ্যাশন মানেই নতুন কিছু। পুরনো আবরণ ছেড়ে নতুনকে নিজের মাঝে তুলে ধরা। ফ্যাশনের ইতিহাস আজকের নতুন নয়। যুগে যুগে একেক ধরনের ফ্যাশনের ধারা চলে আসছে। একেকটি সময় একেকটি ফ্যাশনের সাক্ষী। হাজার ব্যস্ততার মাঝেও মানুষের ফ্যাশন আর লাইফস্টাইলের ধরন যেমন তাদের রুচির প্রকাশ করে তেমনি তাদের ব্যক্তিত্বকেও ফুটিয়ে তোলে। ঠিক তেমনই ফ্যাশন মানে মার্জিত রুচিশীল পোশাক বলে মনে করেন সালাহ উদ্দিন মাহমুদ।

জাগোনিউজের পাঠক ফ্যাশনের এই আয়োজনে জানবো তার কাছে ফ্যাশন মানে কী এবং তার লাইফস্টাইল।

কী ধরনের পোশাক পরেন?
সালাহ উদ্দিন মাহমুদ: পছন্দের পোশাক পাঞ্জাবি ও পাজামা। সঙ্গে স্লিপার।

কী ধরনের খাবার পছন্দ করেন?
সালাহ উদ্দিন মাহমুদ: পছন্দের খাবার খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা।

পছন্দের অনুষঙ্গ?
সালাহ উদ্দিন মাহমুদ: পছন্দের অনুষঙ্গ হাতঘড়ি, মাথার হ্যাট, কাধের ঝোলা। শীতে চাদর বা কটি। চশমা পরতে ভালো লাগে।

অবসরে কী করেন?
মাহমুদ: অবসরে বই পড়তে, লেখালেখি করতে ও সিনেমা দেখতে ভালো লাগে। কখনো কখনো একাকিত্ব উপভোগ করতে ভালো লাগে। কোলাহল বরাবরই অপছন্দ। কখনো প্রিয়জনের সান্নিধ্য খুব উপভোগ করি।

প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী?
সালাহ উদ্দিন মাহমুদ: অভিনেতা হিসেবে সিনেমায় কলকাতার রুদ্রনীল ঘোষ, বাংলাদেশের সালমান শাহ আর অভিনেত্রী মৌসুমী। টিভি নাটকে মোশাররফ করিম। অভিনেত্রী তিশা।

প্রিয় লেখক?
সালাহ উদ্দিন মাহমুদ: কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যয় এবং কবিতায় জীবনানন্দ দাশ।

পছন্দের ব্যক্তি?
সালাহ উদ্দিন মাহমুদ: আমার জন্মদাতা এবং শিক্ষক হিসেবে আমার বাবা। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

পছন্দের সিনেমা?
সালাহ উদ্দিন মাহমুদ: প্রিয় সিনেমা কলকাতার বাংলা ছবি `চ্যাপলিন`। বাংলাদেশের `মাটির ময়না`।

আপনার কাছে ফ্যাশন কী?
সালাহ উদ্দিন মাহমুদ: আমার কাছে ফ্যাশন মানে মার্জিত রুচিশীল পোশাক। বাঙালির ঐতিহ্য লালন করে এমন পোশাক বেশি পছন্দ। ফ্যাশনের নামে লজ্জাহীনতা কাম্য নয়। ফ্যাশন মানেই অন্ধ অনুকরণ নয়। আমার আমিকে দৃষ্টিগ্রাহ্য ভাবে উপস্থাপন করাই ফ্যাশন। যেমন ধরুন কর্মস্থলের ড্রেসকোডকেও ফ্যাশন হিসেবে গণ্য করা উচিত।

এইচএন/জেআই

আরও পড়ুন