ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ভিনদেশি তারকা ফ্যাশনে জাস্টিন বিবার

প্রকাশিত: ১১:০০ এএম, ২০ নভেম্বর ২০১৬

মঞ্চে উঠলেই যার জাদু ছড়িয়ে পরে চারদিকে। যার গানের সুর ছুঁয়ে যায় হাজার তরুণ-তরুণীর মন। নাম তার জাস্টিন বিবার। লন্ডনের ওন্টেরিওতে ১৯৯৪ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন এ তারকা শিল্পী। তার বড় হয়ে ওঠা ওন্টেরিওর স্ট্রেটফোর্ডে। মা-বাবার এক মাত্র সন্তান তিনি, যদিও তার মা-বাবা কখনো বিয়ে করেননি। জাস্টিনের বেড়ে ওঠা মা এবং সৎবাবার সঙ্গে। ছোট থেকেই পিয়ানো, ড্রাম, গিটার বাজাতে পারতেন তিনি। মাত্র ১২ বছর বয়সেই এই দুরন্ত বালক সেকেন্ডারি স্কুলের পর্ব শেষ করে।

একটি লোকাল গানের প্রতিযোগিতায় দ্বিতীয় হন জাস্টিন বিবার। আর সেই গানটি ইউটিউবে ছাড়া হয় পরিবার এবং বন্ধুদের জন্য। তবে এটাই তাকে নিয়ে যায় এক নতুন জীবনে। সবাই তাকে চিনতে শুরু করে গানের ভুবনের নতুন এবং তরুণ উজ্জ্বল নক্ষত্র জাস্টিন বিবার হিসেবে। ২২ বছর বয়সী এ তরুণ শুধু গানই করেন তা নয়, তিনি গান লিখেনও। ক্যানাডিয়ান এ শিল্পীর গানের পাশাপাশি ফ্যাশনেও রয়েছে দুর্বলতা। তার ফ্যাশনের বৈচিত্র্য এবং নতুনত্ব নিয়ে আজকের জাগো নিউজের আয়োজন।

পুরো নাম জাস্টিন ড্রিউ বিবার। জাস্টিন বিবারের পছন্দের সংখ্যা ৬। তার পছন্দের সকালের খাবার ক্যাপ্টেন ক্রাঞ্চ এবং সঙ্গে বেরি। তার চুল কাটাতে খরচ হয় ৭৫০ ডলার। পছন্দের আইসক্রিম ফ্লেবার হচ্ছে কটন ব্লু। তার মতে, যদি তার কাছে কোনো সুপার পাওয়ার থাকতো তবে সে উড়ে বেড়াতেন। এছাড়া শিল্পী না হলে জাস্টিন হতেন আর্কিটেক্ট।

জাস্টিনের পছন্দ পারপাস টৌর কপেনহাগ্রিন এর কালো টি-শার্ট, যাতে সাদা রঙের কিছু অক্ষর থাকবে। ক্যাপের ক্ষেত্রে পছন্দের ব্র্যান্ড টুজডের লেমন রঙের ক্যাপ। যার মূল্য ৪৫ ডলার। জ্যাকেট জাস্টিন বিবারের পছন্দের তালিকায় শীর্ষে। গাঢ় লাল রঙের এডিডাস এক্স ফেরেল উইলিয়ামস ব্র্যান্ডের হু রেস ট্রাক জ্যাকেট জাস্টিনের পছন্দ।

এ জ্যাকেটগুলোতে গলা থেকে একদম নিচ পর্যন্ত চেইন থাকে। দুই পাশে পকেট এবং কাঁধ থেকে হাত পর্যন্ত ডোরা কাটা দাগ। যার বাজার মূল্য ১৭৫ দশমিক ৫০ ডলার। মোজার ক্ষেত্রে তার পছন্দের ব্যান্ড লোপেজের মোজা। যার মূল্য ১৫ ডলার। জুতা জোড়ার ক্ষেত্রে পছন্দের তালিকায় রিপ্রেজেন্ট জর্জ ইন ইভোরি ব্যান্ডের জুত। এর বৈশিষ্ট্য হলো- এটি সামনের দিকে একটু চোখা এবং এটি পায়ের গোড়ালি থেকে কিছুটা উপরের দিক পর্যন্ত জুড়ে থাকে।

আরএস/পিআর

আরও পড়ুন