ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

বাড়ির যত্নে করণীয়

প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৯ অক্টোবর ২০১৬

বাড়ি তৈরির কাজটি যেমন সহজ না তেমনি বাড়ি তৈরির পর দেখাশোনা করাটাও সহজ নয়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভৌগোলিক কিছু পরিবর্তনও আসে। যার প্রভাব পড়ে বাড়ির দেয়ালে রংয়েও। ফলে ড্যাম্প, চলটা উঠে যাওয়া, রঙ ফ্যাঁকাসে হয়ে যাওয়াসহ নানা সমস্যা দেখা দেয়। তাই বাড়ির যত্নে বছরের প্রতিটা সময়ে থাকতে হয় সতর্ক।

নতুন রং করা
বাড়িটি যদি এমন একটি জায়গায় হয় যেখানে প্রচুর ধুলোবালি থাকে সেক্ষেত্রে প্রতি বছর রং করার দরকার হবে। এছাড়া রং উঠে গেলে বা ফ্যাঁকাসে হয়ে গেলেও আপনি রং করে নিতে পারেন। অন্যদিকে বাড়িতে একটু নতুনত্ব আনতে রং করতে পারেন। এতে বাড়িটি দেখতে যেমন ভালো লাগবে তেমনি আপনার কাছেও পরিবেশটাও সুন্দর হয়ে উঠবে।

বাড়ি ঠান্ডা রাখা
গরমের দিনে বাইরের সূর্যের তীব্র আলোর সম্পূর্ণটা পরে বাড়ির উপর। আর তা ধীরে ধীরে দেয়াল শোষণ করে রুমগুলোকে উত্তপ্ত করে রাখে। সেক্ষেত্রে ঘরে ভেন্টিলেটর রাখতে পারেন কিংবা বড় জানালা। তবে প্রত্যক ঘরে দুটির কম নয়। যাতে গরম বাতাস ঘরে প্রবেশ করে আবার বাইরে বেরিয়েও যেতে পারে। ফলে বাড়িতে ঠান্ডা অনুভব হবে।

স্তরবিশিষ্ট ছাদ
বাড়িতে এক স্তরের ছাদ দিলে তা সঠিক পরিমাণে তাপ শোষণ করতে পারে না। ফলে ঘরে প্রচুর তাপের সৃষ্টি হয়। তাই বাড়ি তৈরির সময় ফলস ছাদ নির্মাণ করে নিতে পারেন এবং বছরের একটি সময়ে তা পরিবর্তন করে নিতে পারেন। যাতে আপনার বাড়ি থাকে সুস্থ।

বেজমেন্ট পরিবর্তন
বেজমেন্ট একটি বাড়ির গুরুত্বপূর্ণ অংশ। তবে বিষয়টি নিয়ে বেশির ভাগ সময় আলসেমি করে অপরিষ্কার রাখা হয়। কিন্তু বাড়ির যত্নে বেজমেন্ট পরিষ্কার অত্যন্ত জরুরি।

আরএস/এমএস

আরও পড়ুন