ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

মেয়েদের পোশাকের সঙ্গে বেল্ট

প্রকাশিত: ০১:১৪ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬

সব জুতা যেমন সব পোশাকের সঙ্গে পড়া যায় না, ঠিক তেমনি সব ধরনের বেল্ট সব পোশাকের সঙ্গেও যায় না। মূলত ওয়েস্টার্ন ড্রেস যেমন- জিন্স-টপস, ফ্রক বা স্কারটের সঙ্গেই বেল্ট ভালো মানায়। এদিকে, চামড়া, দড়ি, পুঁতি কিংবা কাপড়ের তৈরি বেল্ট এখন অহরহ ব্যবহার করা হচ্ছে। সাপের মতো আঁকাবাঁকা নকশা, ফুলের নকশা, একরঙা, পাথর বসানোসহ হরেক রকমের বেল্ট পাওয়া যায়।

এবার আসা যাক পোশাকের নকশার কথায়। পোশাকে যদি কাজ বেশি থাকে তবে বেল্টটি বেছে নিন একরঙা দেখে। ঠিক তেমনিভাবে একরঙা পোশাকের বিপরীতে বেছে নিন রংচঙে, কারুকাজ করা কোনো বেল্ট। আপনার পুরো পোশাকের শোভাবর্ধন করতে ঐ একটি বেল্টই কিন্তু যথেষ্ট!

বেল্টের ডিজাইনের পাশাপাশি ভিন্নতা রয়েছে এর আকারেও। মোটা বা চিকন নেলত দুটোই এখন বেশ জনপ্রিয়। আপনি কি ধরণের পোশাক পরছেন তার উপর নির্ভর করবে আপনার বেল্টের আকার-আকৃতি। টপস বা ফ্রকের সঙ্গে মোটা বেল্ট ভালো দেখাবে। ভার্সিটি বা পার্টি যেকোনো জায়গায় ওয়েস্টার্ন ড্রেসের সৌন্দর্য বাড়াতে এই বেল্টগুলোর জুড়ি নেই। মোট কথা ক্যাজুয়াল সেট আপের জন্য মোটা বেল্ট বেশ মানানসই। আর ফ্যাশনেবল চিকন বেল্টটি অনায়াসেই পরে নিতে পারেন প্যান্ট ও কর্পোরেট যেকোনো ড্রেসের সাথে। স্মার্ট লুক পেতে হলে চিকন বেল্টের উপর চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন।

শখ করে পোশাকের সাথে ম্যাচ করে বেল্ট কেনার পর সেটি যদি ঠিকমতো উপস্থাপন করতে না পারেন তাহলে কিন্তু এতো কষ্টের পুরোটাই বৃথা যাবে! যাদের শারীরিক গড়ন একটু ভারি তারা কখনই কোমরের নিচে বেল্ট পরবেন না। যারা জিরো ফিগার মেইনটেইন করেন তাদের তো ফ্যাশনের সব কিছুতেই পোয়াবারো! আপনারা চাইলে কোমরের উপরে কিংবা নিচে যেকোনো জায়গাতেই স্বাচ্ছন্দ্যর সাথে বেল্ট পড়তে পারেন।

আজকাল মেয়েদের নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে এমন প্রায় সব দোকানেই বেল্ট পাওয়া যায়। ঢাকার হকারস মার্কেট, বঙ্গবাজার, নিউ মার্কেটে পাওয়া যাবে বাহারি সব বেল্ট। এসব বেল্টের দাম ২৫০ থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত। আর অনলাইনে দেশী-বিদেশি বেল্টের তো কোনো অভাব নেই।

আরএস/পিআর

আরও পড়ুন