ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ভিশনের স্যান্ডউইচ মেকারে ঘরেই স্যান্ডউইচ

প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

এক সময় স্যান্ডউইচ বাইরে খাওয়ার বিকল্প ছিলো না। কিন্তু বাইরের স্যান্ডউইচ কতটা স্বাস্থ্য সম্মত? ভয় আর শঙ্কা নিয়েই খেতে হয়েছে। কিন্তু দিন বদলে যাচ্ছে। স্বাস্থ্য সচেতন নারীরা এখন প্রিয় মানুষকে নিয়ে ঘরেই খেতে পছন্দ করেন। তাদের জন্য স্যান্ডউইচ তৈরি এখন যেন সময়ের ব্যাপার মাত্র।

আধুনিক নারীর চাহিদাকে গুরুত্ব দিয়েই ভিশন ইলেকট্রনিক্স নিয়ে এসেছে স্যান্ডউইচ মেকার। প্রতিষ্ঠিত ব্যবসায়িক গ্রুপ প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান হওয়ায় সবার আস্থাও রয়েছে এতে।

বৃহস্পতিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে কথা হয়, বেসরকারি চাকুরিজীবী তানিয়া আহমেদের সঙ্গে। ভিশনের প্রিমিয়াম প্যাভিলিয়ন-৩৫ এ এসে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার।

দেখুন, এখন আর ব্যস্ততার কারণে বাইরে গিয়ে চাইলেই খাওয়া হয়ে ওঠে না। আমরা দুজনই চাকুরিজীবী মানুষ। আমি সময় পেলে, আমরা পার্টনার পান না। আবার, ও (পার্টনার) পেলে আমি পাই না। কিন্তু প্রিয় মানুষকে নিয়ে বিশেষ খাবারও আবার সব সময়ই পছন্দের। তাই স্যান্ডউইচ মেকার কিনব, বলছিলেন তানিয়া আহমেদ।

ভিশন স্টলের ইনচার্জ আহসান উদ্দিন জাগোনিউজকে বলেন, হাল সময়ের নারীদের জীবনকে সহজ করতে আমরা গৃহের সব আধুনিক ইলেকট্রনিক্স পণ্য নিয়ে আসছি। এর মধ্যে স্যান্ডউইচ মেকার অন্যতম। রয়েছে ব্লেন্ডার, আয়রণ, ইলেকট্রিক কেটলি, হেয়ার স্টেটনার, চুল শুকানোর মেশিন। আর দামও রয়েছে ক্রেতাদের নাগালের বাইরে। এছাড়া টিভি, ফ্রিজ, এসি, রুম হিটার, ডিপ ফ্রিজ তো রয়েছেই।

মেলা ক্রেতাদের কথা বিবেচনা করে ছাড় রয়েছে কিনা প্রশ্নে বলেন, সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় রয়েছে। এর মধ্যে এসিতে রয়েছে ২০ শতাংশ। আর অন্য সব পণ্যে ১০ শতাংশ ছাড়। ৫৫ ইঞ্চি এলইডি টিভি কিনতে উপহার হিসেবে পাবেন একটা ওয়াশিং মেশিন।

ডিপ ফ্রিজ পাবেন ১১০ লিটার থেকে ২১০ লিটারের, সাধারণ ফ্রিজ পাবেন ১৬০ লিটার থেকে ২৬০ লিটার।
ভিশনের যা আছে: টিভি, ফ্রিজ, ইনডাকটর কুকার, ওভেন, ব্লেন্ডার, রাইস কুকার, এসি, ইলেকট্রিক প্রেসার কুকার, রুম হিটার, ইলেকট্রিক কেতলি, ওয়াশিং মেশিন, ফ্যান। রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী ভাল্ব বিজলি।

-এসএ/বিএ