বর্ষায় চুলের যত্ন
শুষ্ক চুল হোক বা তৈলাক্ত, বর্ষার এই সময়ে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে চুল নিয়ে ভোগান্তির সম্মুখীন হতে হয় সবাইকে। তাছাড়া চুল উঠে যাওয়ার সমস্যা তো সাথে আছেই। অবে ঘরোয়া কিছু উপায় পারে চুলকে স্বাস্থ্যজ্বল এবং পরিপাটি রাখতে। চলুন জেনে নেই চুলের যত্নে ঘরোয়া কিছু টিপস।
ডিম ও দুধ
শুষ্ক চুল হলে ২টি ডিমের কুসুম, তৈলাক্ত চুল হলে ২টি ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ কাপ কাঁচা দুধ, ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মাস্ক ১৫-২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ডিম ও দই
যদি শুষ্ক চুল হয় তাবলে ১-২ ডিমের কুসুম, তৈলাক্ত চুল হলে ১-২ ডিমের সাদা অংশের সঙ্গে আধা কাপ দই মিশিয়ে নিন। এই মাস্ক চুলে লাগিয়ে রাখুন ১৫-১০ মিনিট। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
স্ট্রবেরি, মধু ও দুধ
৩-৪ টা স্ট্রবেরি, ১ টেবিল মধু, ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। ১৫-২০ মিনিট এই মাস্ক চুলে লাগিয়ে রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।
ওটস, নারকেলের দুধ ও মধু
১ টেবিল চামচ করে ওটস, মধু ও দুধ মিশিয়ে নিন। এই মাস্ক চুলের গোড়ায় ২০-২৫ মিনিট লাগিয়ে রাখুন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
নারকেল তেল, আমন্ড দুধ ও অলিভ অয়েল
৪-৫ টেবিল আমন্ড দুধ, ১-২ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে গোটা চুলে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
এইচএন/এএ/পিআর