তাজা ফুলে সাজবে ঘর
ফুল তো সুন্দরই, অন্যকে সুন্দর করে তুলতেও ফুলের জুড়ি নেই। একগুচ্ছ ফুল আপনার ঘরের শোভা বাড়িয়ে তুলতে পারে শতগুন। ফুল দিয়ে ঘর সাজাতে চাইলে জানতে হবে তার ঠিকঠাক ব্যবহার। চলুন জেনে নিই কীভাবে সাজাবেন ঘর-
১. ফুলের পরিমাণ অনুযায়ী পাত্র বাছুন। কারণ ছোট ফুলদানিতে বেশি পানি ধরে না। সহজেই ফুল শুকিয়ে যায়।
২. ফুলদানিতে ফুল সাজানোর আগে পানিতে লবণ ও সিরকা মিশিয়ে নিন। অনেক দিন ফুল সতেজ থাকবে।
৩. ফুল কেনার সময় বেছে ফুল কিনুন। ফুলের সঙ্গে আধফোটা কলিও কিনুন। তাহলে অনেক দিন ফুল তাজা থাকবে।
৪. ফুল রাখার জন্য সবসময় পরিষ্কার ফুলদানি ব্যবহার করুন।
৫. ফুলদানিতে ফুল রাখার আগে তেরছাভাবে ফুলের ডগা কেটে রাখলে ফুল বেশিদিন সজীব থাকে। কারণ এতে খুব সহজেই ডাঁটার মধ্যে পানি প্রবেশ করে ও বাতাস চলাচলে সুবিধা হয়।
৬. আধফোটা ফুলগুলোর ডাঁটা সরাসরি পানিতে ডুবিয়ে রাখুন। পরের দিন সাজানোর সময় অনেক বেশি ফ্রেশ থাকবে।
৭. ফুল সাজানোর আগে পানিতে ফুলের ডাঁটা কয়েক মিনিট ডুবিয়ে রাখুন। এতে ব্যাকটেরিয়া মরে যাবে। সহজে ডাঁটা পচে যাবে না।
৮. গোলাপ ফুলের ডাঁটা হালকা গরম পানিতে কয়েক মিনিট ডুবিয়ে রাখুন। এর পর সারা রাত পানিতে ডুবিয়ে রাখুন। দেখবেন ফুলগুলো তাজা থাকবে অনেক দিন।
৯. তিন-চার দিন পরপর ফুলদানির পানি বদলিয়ে রাখুন। কারণ পানি ঘোলাটে হয়ে গেলে ফুল তাজা থাকবে না।
১০. ফুলদানির পানিতে ডুবে থাকা পাতাগুলো কেটে দিন।
১১.নিয়মিত ফুলের পাতা পরিষ্কার করুন। কারণ পাতার ওপর ধুলো-ময়লা জমে থাকলে অক্সিজেন চলাচল স্বাভাবিক হবে।
১২. ফুলদানির পানিতে কয়েক ফোঁটা লেবুর রস দিলে ফুল তাজা থাকে।
১৩. ফুলদানিতে আধফোটা অবস্থায় ফুলগুলো একটু উঁচু করে সাজান। দেখতে সুন্দর লাগবে।