ইন্ডোর প্লান্টের যত্ন
শহরের এই বদ্ধ জীবনে অনেকেই চান একটু সতেজ নিঃশ্বাস নিতে। তাই শখ আর প্রয়োজন একসঙ্গে পূরণ করতে অনেকেই ঘরে নিয়ে আসেন বিভিন্ন রকম গাছ। যাকে বলা হয় ইন্ডোর প্লান্ট। কিন্তু শুধু ইন্ডোর প্লান্ট করলেই তো হবে না, ঠিকঠাকভাবে নিতে হবে তার যত্নও-
১. সপ্তাহে অন্তত একদিন সব গাছ রোদে দিতে হবে। কারণ একটা গাছের ঠিকমতো বেড়ে ওঠা এবং বেঁচে থাকার জন্য সূর্যের আলো জরুরি। তবে দুপুরের কড়া রোদে গাছ রাখবেন না। সকালের হালকা রোদে গাছ রাখুন।
২. গাছে ঘন ঘন পানি দেওয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত পানি দিলে গাছ পচে যেতে পারে। পানি দেওয়ার সময় টবের মাটি আর্দ্র আছে কি-না, লক্ষ করুন। কিছু গাছে সকাল ও বিকেল দু`বেলা পানি দিতে হয়। আবার কিছু গাছে সকালে পানি দিলেই চলে।
৩. গাছের পাতা ও ফুলের রং হালকা হতে থাকলে ঠাণ্ডা ও আলো কম পৌঁছায় এমন জায়গায় রাখুন। কারণ অতিরিক্ত আলো ও তাপের সংস্পর্শে এসে গাছের পাতা ও ফুলের রঙ হালকা হয়ে যায়।
৪. গাছের পাতায় বেশি ধুলো জমলে জোরে ঘসবেন না, নরম কাপড়ে অল্প পানি দিয়ে পরিষ্কার করুন। অথবা স্প্রে করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। পাতার নিচের অংশও পরিষ্কার করুন। ধুলো-ময়লার সঙ্গে পোকা বাসা তৈরি করে পাতায়।
৫. যে রুমে ফ্যান বেশি চলে সে রুমের গাছগুলো একদিন পর পর বাইরে রাখুন। রাতের বেলা গাছগুলো বারান্দায় রাখতে পারেন সকাল পর্যন্ত এতে প্রাকৃতিক বাতাসে গাছ ভালো থাকবে।
৬. পচা পাতা, হলুদ বা খয়েরি কাণ্ড গাছের কাছে না জমিয়ে রেখে ফেলে দিন। গাছের টব বদলানোর সময় লক্ষ রাখবেন যাতে শিকড় নষ্ট না হয়। নিয়ম করে পুরনো পাতা বা একটু নষ্ট হয়ে যাওয়া পাতা পরিষ্কার করে ফেলুন।
৭. ইনডোর প্লান্টসের বৃদ্ধি অন্যান্য গাছের তুলনায় একটু কম হয়।
৮. রাতে গাছ কার্বন-ডাই-অক্সাইড ছাড়ে তাই সম্ভব হলে রাতে গাছগুলো বাইরে রাখুন। আবার সকালে ঘরে নিয়ে আসুন। আর যদি তা সম্ভব না হয় তাহলে ঘরের জানালা খোলা রাখুন।