ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

সুখী হতে চাইলে

প্রকাশিত: ০৬:৩৬ এএম, ৩০ ডিসেম্বর ২০১৪

সুখ আসলে কী? সুখের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম হতে পারে। তবে একটি বিষয়ে সবাই একমত হবেন যে, মানসিক সুখই আসল সুখ। কেউ একজন মানসিকভাবে সুখী থাকলেই কেবল তাকে সুখী বলা যায়। চলুন জেনে নিই সুখী হওয়ার সহজ কিছু উপায়-

১. নিজেকে ভালবাসুন
সবার আগে নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসতে জানলেই বাকি সবাইকে ভালোবাসা সম্ভব। নিজের মনকে গুরুত্ব দিন। নিজের কথা ভাবুন, নিজের জন্য রাখুন খানিকটা সময়।

২. ভালো কাজ করুন
সবসময় চেষ্টা করুন ভালো ভালো কাজ করার। তাতে এক ধরনের আত্মতৃপ্তি আপনার ভেতর কাজ করবে। প্রতিদানের প্রত্যাশায় নয়, কাজ করুন নিঃস্বার্থভাবে। তাহলে আর অপ্রাপ্তরি হতাশায় ডুবতে হবে না।

৩. ক্ষমাশীল হোন
জীবন সুন্দর, যদি আপনি ক্ষমা করতে জানেন। ক্ষমা করতে শিখুন। দেখবেন, আপনার মত সুখী আর কেউ নেই।

৪. অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন
যে কাজই করুন না কেন, লক্ষ রাখবেন, তাতে যেন কারো ক্ষতি না হয়। কারণ, অন্যের ক্ষতি করে কেউ কখনও মানসিক শান্তি লাভ করতে পারে না। সম্ভব হলে ভালো কিছু করুন, আর তা না পারলে ক্ষতি করা থেকে বিরত থাকুন।

৫. ইতিবাচক থাকুন
জীবনের সবক্ষেত্রে ইতিবাচক থাকার চেষ্টা করুন। আপনার নামে যেকোনো আলোচনা-সমালোচনা ইতিবাচকভাবে গ্রহণ করুন। নেতিবাচকতার নীল প্রভাব থেকে মুক্ত থাকতে পারলে দেখবেন আপনার জীবনের অর্থ আপনার কাছেই অন্যরকম ঠেকছে!