ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৮ মার্চ ২০২৫

আজ ২৮ মার্চ। শুরু হয়ে গেছে ঈদের ছুটি। তবে এখনো অনেকেরই কেনাকাটা বাকি। তাইতো শেষ সময়ে অনেকেই প্রিয়জনের জন্য উপহার কিনতে ও নিজের প্রয়োজনীয় সব জিনিস কিনতে ভিড় করছেন মার্কেটে। কেনাকাটা শেষে পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি ছুটবেন অনেকে।

রাজধানীর বিভিন্ন মার্কেট, শপিংমলগুলোতে কেনাকাটার ধুম লেগেছে। জমজমাট বেচাকেনা হচ্ছে ফুটপাতে থাকা ছোট ছোট দোকানগুলোতেও। সাধ আর সাধ্যের মধ্যে পোশাক, জুতা, অলঙ্কার ও কসমেটিকসসহ প্রয়োজনীয় নানা জিনিসপত্র কিনছেন ক্রেতারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী

রাজধানীর গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান সুপার মার্কেট এবং গ্লোব শপিং সেন্টারে থাকা প্রতিটি দোকানেই ঈদের কেনাকাটার ধুম লেগেছে। পছন্দের পণ্য বেছে নিচ্ছেন ক্রেতারা। কেউ পোশাক কিনছেন আবার কেউ পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা, ব্যাগ, জুয়েলারি কিনছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পোশাক, জুতা, গহনা, প্রসাধনী ছাড়াও ভিড় রয়েছে বাচ্চাদের খেলনার দোকানে। মার্কেটের ভেতরে দাম বেশি থাকায় অনেকেই ভিড় করছেন ফুটপাতের দোকানগুলোতে।

নিউমার্কেটে আসা ক্রেতারা জানান, অন্যান্য মার্কেট থেকে এখানে পণ্যের দাম তুলনামূলক কম। এছাড়া এক জায়গায় প্রায় সব ধরনের জিনিস পাওয়া যায়। তবে শেষ সময়ে ভিড় এত বেশি যে হাঁটাচলা করাও কষ্টকর।

বিজ্ঞাপন

শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী

পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা ও ছোট ভাইবোনের জন্য উপহার কিনতে এসেছেন তিথি নামের এক ক্রেতা। তিনি বলেন, এতদিন অফিস ছিল। রোজার মধ্যে অফিস করে কেনাকাটা করতে পারিনি। কিছু কেনাকাটা অনলাইনে করেছি। আজ ছুটি পেয়েছি। তাই সকাল সকাল চলে এসেছি। ভাইবোনের জন্য পোশাক ও নিজের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো।

নাহিদ নামের আরেক ক্রেতা বলেন, ভেবেছিলাম শেষ সময়ে ভিড় হয়তো কম হবে। কিন্তু এসে দেখি হাঁটাচলা করাই দায়। পরিবারের সবার জন্যই কেনাকাটা করবো। দেখি কিছু কিনতে পারি কিনা।

বিজ্ঞাপন

ভিড় বেশি থাকায় ক্রেতারা হতাশ হলেও বেশ খুশি বিক্রেতারা। তারা জানান, এবার রোজার শুরু থেকেই ভালো বেচাকেনা হচ্ছে। তবে এখন তা দ্বিগুণ। এছাড়া ক্রেতাদের সুবিধার জন্য অনেক কম লাভে পণ্য বিক্রি করা হচ্ছে। এমনকি ঈদের বিশেষ অফারও দেওয়া হচ্ছে। চাঁদ রাত পর্যন্ত ভালো বেচাকেনা হওয়ার সম্ভাবনা আছে।

জেএস/জিকেএস

বিজ্ঞাপন