ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ঈদের আমেজ বইছে ফার্নিচারের দোকানেও

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৫ মার্চ ২০২৫

ঈদে সবাই প্রিয়জনের জন্য উপহার কিনতে ব্যস্ত থাকলেও গৃহিণীদের নজর থাকে ফার্নিচারের দোকানে। এই সময় বিভিন্ন ফার্নিচারের শোরুমে থাকে বিশেষ ছাড়। আর সেই সুযোগকে কাজে লাগাতে ভুলেন না গৃহিণীরা। পরিবার-পরিজনের জন্য উপহার কেনার পাশাপাশি তাদের বিশেষ নজর থাকে ঘর সাজানোর দিকে।

ঈদ এলে মার্কেটে বেড়ে যায় ক্রেতাদের আনাগোনা। তবে বেশির ভাগ ক্রেতাই ছুটেন পোশাকের দোকানে। কিন্তু তাদের নজর কাড়ার জন্য চেষ্টার কমতি রাখেন না মার্কেটে থাকা ফার্নিচারের দোকানিরাও। এ সময় ছোট-খাট দোকানের পাশাপাশি চোখ ধাঁধানো সব ফার্নিচারে শো-রুম সাজিয়েছে নামীদামী ব্র্যান্ডগুলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঈদের আমেজ বইছে ফার্নিচারের দোকানেও

বিভিন্ন দোকানের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ক্রেতাদের চাহিদার শীর্ষে সোফা ও ডাইনিং টেবিল। অনেকে আবার ঘর সাজানোর জন্য কিনছেন ঝাড়বাতিসহ নানা ধরণের শোপিস। ঈদ কেনাকাটাকে আরও আকর্ষণীয় করার জন্য অনেক শোরুম ও দোকানেই দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। তাদের আশা এবারের রমজানে অন্য সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি বিক্রি হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, প্রায় সব দোকানেই বিভিন্ন পণ্যে দেওয়া হচ্ছে ৫ থেকে ১০ শতাংশ মূল্যছাড়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজনীয় ও পছন্দের আসবাবপত্র কিনে নিচ্ছেন ক্রেতারা।

ঈদের আমেজ বইছে ফার্নিচারের দোকানেও

বিজ্ঞাপন

শো-রুমগুলোতেও শোভা পাচ্ছে বাহারি নকশার আসবাবপত্র। ক্রেতাদের নজরকাড়ছে আভিজাত্য আর বাহারি নকশার বেড, সোফা ও ডাইনিং টেবিল। বিক্রেতারা জানান, ডিজাইনের পাশাপাশি গুরুত্ব দেয়া হচ্ছে পণ্যের মানেও।

রিগ্যালের শো-রুমে ডাইনিং টেবিল কিনতে এসেছেন সনিয়া নামের এক নারী ক্রেতা। তিনি বলেন, অনলাইনে দেখলাম রিগ্যালের ফার্নিচারে ৫-২০ শতাংশ পর্যন্ত ছাড়। এখানের আসবাবপত্রের ডিজাইন আমার ভালো লাগে। তাই চলে আসলাম। দেখি সব ঠিক থাকলে একটা ডাইনিং টেবিল কিনবো।

শুধু রিগ্যালেই নয়, হাতিল, অটোবি, নাভানা, আক্তার, পার্টেক্স, হাই-টেক, ব্রাদার্স, নাদিয়াসহ ছোট-বড় ফার্নিচারের দোকানেও বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে।

বিজ্ঞাপন

জেএস/জিকেএস

বিজ্ঞাপন