ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

মাত্র ৫ উপকরণে তৈরি করুন মিল্ক ডেজার্ট

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৫:১২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪

গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে। চাইলে স্বাদ বদলাতে ঘরে মাত্র ৫ উপকরণেই তৈরি করতে পারেন বিশেষ মিল্ক ডেজার্ট। এটি তৈরি করতেও খুব কম সময় লাগে। রইলো রেসিপি-

উপকরণ

১. গুঁড়া দুধ আধা কাপ
২. চিনি ১/৩ কাপ পরিমাণ
৩. আগার আগার পাউডার ২ চা চামচ
৪. পানি দেড় কাপ ও
৫. বেদানা পরিমাণমতো।

আরও পড়ুন

স্ত্রী থাকতেও পুরুষরা কেন অন্য নারীর প্রেমে পড়েন?
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেসব পোশাক

পদ্ধতি

প্রথমে একটি প্যানে গুঁড়া দুধ, চিনি, আগার আগার ও পানি দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর চুলায় বসিয়ে মাঝারি আঁচে রেখে ৪-৫ মিনিট জ্বাল করে নিতে হবে।

এবার একটি হার্ট শেপের মোল্ডে দুধ গরম থাকা অবস্থায় ঢেলে নিন। এবার উপর থেকে বেদানা ছড়িয়ে দিন। ডিপ ফ্রিজে ১৫-২০ মিনিট রেখে জমিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু মিল্ক ডেজার্ট।

জেএমএস/এমএস

আরও পড়ুন