ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

কচুর মুখী দিয়ে যেভাবে রাঁধবেন ইলিশ মাছ

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১২:৪৯ পিএম, ৩১ জুলাই ২০২৪

বাজারে কচুর মুখী সারাবছরই কম বেশি পাওয়া যায়। কচুর মুখী দিয়ে ভর্তা থেকে শুরু করে ঘণ্ট, ডাল ইত্যাদি তৈরি করে খান অনেকেই।

তবে ইলিশ মাছ দিয়ে কচুর মুখী রান্নার স্বাদ সবকিছুকেই যেন হার মানায়। খুবই সুস্বাদু এই পদ তৈরি করতেও বেশ কম সময় লাগে। চলুন তবে জেনে নেয়া যাক কচুর মুখী দিয়ে ইলিশ রান্নার রেসিপিটি-

উপকরণ

১. ইলিশ মাছ ৪ টুকরো
২. কচুর মুখী ২৫০ গ্রাম
৩. আদা বাটা ২ টেবিল চামচ
৪. জিরা বাটা ২ টেবিল চামচ
৫. রসুন বাটা ২ টেবিল চামচ
৬. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৭. লবণ স্বাদমতো
৮. হলুদ গুঁড়া ও
৯. মরিচ গুঁড়া পরিমাণ মতো।

পদ্ধতি

প্রথমে মাছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে হালকা ভেজে নিন। এবার সব বাটা মসলা আর লবণ দিয়ে কচুর ছড়া কষিয়ে নিন। কষানো হলে তাতে পানি দিয়ে চুলায় আঁচ কমিয়ে রান্না করুন।

কচুর মুখী সেদ্ধ হলে তাতে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। এর উপর কিছু কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন। গরম গরম পরিবেশন করুন মজাদার স্বাদের কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের ঝোল।

জেএমএস/জেআইএম

আরও পড়ুন