ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ঈদের রেসিপি

কম উপকরণেই রাঁধুন গরুর মেজবানি মাংস

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৭ জুন ২০২৪

কোরবানি ঈদে গরুর মাংস খাওয়ার ধুম পড়ে যায় প্রত্যেক ঘরে ঘরে। এ সময় গৃহিণীরা নতুন নতুন মাংসের পদ তৈরি পরিকল্পনা করে পরিবারের সবাইকে চমকে দেওয়ার চেষ্টা করেন। তারা চাইলে এবার তৈরি করতে পারেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস।

মাত্র ৬ উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন গরুর মাংসের জনপ্রিয় এক পদ মেজবানি মাংস। চলুন তবে জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি-

উপকরণ

১. সরিষার তেল ৩ টেবিল চামচ
২. গরুর মাংস ১ কেজি
৩. পেঁয়াজকুচি ১ কাপ
৪. গরম মসলা ১ টেবিল চামচ
৫. লবণ স্বাদমতো ও
৬. কাঁচামরিচ ৮-১০টি।

পদ্ধতি

প্রথমে গরুর মাংস সামান্য মসলা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর সসপ্যানে তেল গরম করে নিন। এতে পেঁয়াজকুচি দিয়ে ভেজে নিতে হবে।

এবার সেদ্ধ করা গরুর মাংস দিয়ে নাড়তে থাকুন। এরপর একে একে গরম মসলা, লবণ ও কাঁচামরিচ মিশিয়ে নেড়ে দিন।

হালকা আঁচে এবার এক ঘণ্টা রান্না করতে হবে। প্রয়োজনে হালকা গরম পানি মিশিয়ে নিতে পারেন। বারবার নেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়।

নামানোর আগে সামান্য গরম মসলার গুঁড়া ছড়িয়ে দিন। ব্যাস রেডি আপনার মেজবানি মাংস। এবার গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা মেজবানি মাংস।

জেএমএস/জেআইএম

আরও পড়ুন