ঈদুল ফিতরে ঘর সাজাবেন যেভাবে
ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। রমজানের শেষের দিকে সবাই কমবেশি ব্যস্ত হয়ে পড়েন ঘর সাজানো-গোছানোতে। যেহেতু ঘরেই ঈদের দিনটি কাটাতে হবে, তাই এখন ঘরের রূপ পাল্টে ফেললে মন্দ হয় না।
এখন যেহেতু গরমকাল, তাই চাইলে ঘরে সামার লুক দিতে পারেন। তাহলে ঘরের ভেতরের লুক পুরোই বদলে যাবে, আর অতিথিরাও স্বস্তি পাবে। ঘরের যেদিকেই তাকাবেন, সেদিকেই যেন প্রশান্তি মেলে-ঠিক এমনভাবেই সাজাতে হবে ঘরটি। জেনে নিন ঈদে ঘর সাজাবেন যেভাবে-
রং বদলে ফেলুন
চাইলে ঘরের রং বদলে ফেলতে পারেন। এজন্য হালকা রংকে প্রাধান্য দিন। আপনার ঘরের রং যদি সাদা হয়, তাহলে তো খুবই ভালো। সাদা রং মনে প্রশান্তিভাব আনে। তবে দেওয়াল সাদামাটা হলে, সেখানে মেঝেতে একটি রঙিন কার্পেট বিছিয়ে দিতে পারেন।
গাছ রাখুন ঘরে
যেহেতু এখন গরম, তাই ঘরের পরিবেশ ঠান্ডা রাখতে ইনডোর গাছ রাখতে পারেন। এতে পুরো ঘরের সৌন্দর্যই পাল্টে যাবে। ইনডোর প্ল্যান্টগুলোর মধ্যে অ্যালোভেরা, মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু, লিলি কিনে আনুন ও ঘরের বিভিন্ন কোণায় সেগুলো সাজিয়ে রাখুন। এতে ঘরে যেমন সবুজ পরিবেশ পাবেন, ঠিক তেমনি চোখও জুড়াবে সবুজের ছোঁয়ায়।
রঙিন করুন দেওয়াল
আপনার ঘর যদি একেবারেই সাদামাটা হয়ে থাকে, তাহলে দেওয়াল রঙিন করে তুলুন। গরমে ক্লান্ত শরীর ও মন এমন রঙিন দেওয়াল দেখলে মুহূর্তেই ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে ঘরের ফার্নিচার কম রাখাই ভালো।
পর্দা পাল্টে নিন
ঘরের পর্দাও এই সুযোগে পাল্টে ফেলুন। খুব মোটা কাপড়ের পর্দা ব্যবহার করবেন না। বাড়ির দেওয়ালের রং হালকা করলে পর্দা একটু রঙিন রাখার চেষ্টা করুন।
আরও পড়ুন
আলোকসজ্জাও করতে পারেন
ঘরের বিভিন্ন স্থানে আলোকসজ্জা রাখতে পারেন। এতে ঘরের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। ল্যাম্প শেড, তারা বা মরিচ বাতিগুলো রাখতে পারেন।
সোফার কুশন পাল্টান
সোফা পরিষ্কার করে কুশন পাল্টে ফেলুন ঈদের আগে। বিছানার চাদরও বদলে ফেলুন। পুরো ঘর আবার নতুন রূপে সাজিয়ে তুলুন।
উইন্ড চাউম-দোলনা লাগান বারান্দায়
দরজার সামনে বা বারান্দায় টুং টাং উইন্ড চাউম লাগাতে পারেন। এতে বাতাসে টুং টাং শব্দ হলে দেখবেন মন বেশ ফুরফুরে লাগবে। এতে ঘরের সৌন্দর্যও বাড়বে।
আপনার ঘরের বারান্দা যদি বড় হয়, তাহলে একটি দোলনা ঝুলিয়ে দিতে পারেন। এছাড়া বারান্দায় বেশ কিছু গাছ ও মেঝেতে আর্টিফিশিয়াল ঘাস কার্পেটগুলো ব্যবহার করতে পারেন।
জেএমএস/জেআইএম