ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

এক আইসক্রিমের দাম ৬ লাখ টাকা

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০২:১৬ পিএম, ২১ মে ২০২৩

অন্যান্য সময়ের তুলনায় গরমে আইসক্রিমের চাহিদা বেড়ে যায় দ্বিগুণ। একেকজনের পছন্দ ভিন্ন ভিন্ন ফ্লেভারের আইসক্রিম।

কেউ হয়তো ভ্যানিলা, কেউ অরেঞ্জ, ম্যাংগো কিংবা চকলেট। আইসক্রিম খেতে যারা পছন্দ করেন, তারা বিভিন্ন ধরনের আইসক্রিমের স্বাদ নিতে পছন্দ করেন।

আরও পড়ুন: হার্ট সুস্থ আছে কি না বুঝে নিন এক পায়ে দাঁড়িয়ে

তবে বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিমের স্বাদ নিয়েছেন কখনো? জানলে অবাক হবেন, এই আইসক্রিম খেতে হলে আপনাকে হয়তো পুরো বছরের উপার্জিত অর্থ খরচ করতে হবে।

বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম হিসেবে এটি নাম তুলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এই আইসক্রিমের নাম সিলেটো।

icecream

ওয়েবসাইট অনুসারে, সিলেটো নামক একটি জাপানি আইসক্রিম ব্র্যান্ড এটি। যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আইসক্রিম হিসেবে বিবেচিত। জিডাব্লিউআর ওয়েবসাইট অনুসারে, এই আইসক্রিমের দাম একটি পারিবারিক ছুটির খরচের চেয়ে বেশি।

আরও পড়ুন: কোমলপানীয় পান করেই বেঁচে আছেন ১৭ বছর!

সংবাদ প্রতিবেদন অনুসারে, ‘বাইকুয়া’ নামের এই আইসক্রিমের দাম বেশি হওয়ার কারণ হলো এটি তৈরি করা হয় বিরল উপাদান থেকে। যার মধ্যে আছে ভোজ্য সোনার পাতা, সাদা ট্রাফল, পারমিগিয়ানো রেগিয়ানো ও সেক লিস। এই আইসক্রিম তৈরি করেছেন তাদায়োশি ইয়ামাদা। যিনি রিভির প্রধান শেফ।

জিডব্লিউআর এর মতে, এই সুস্বাদু আইসক্রিমের স্বাদ একবার পেতে গুনতে হবে ৮ লাখ ৭৩ হাজার জাপানি ইয়েন খরচ হয়, যা বাংলাদেশি টাকায় ৬ লাখ ৭৭ হাজার ৫৪০ টাকার সমান। এই অর্থ দিয়ে একজন ব্যক্তি সহজেই একটি সেকেন্ডহ্যান্ড গাড়ি কিনতে পারেন।

আরও পড়ুন: বেশিক্ষণ টিভির সামনে বসে থাকলে বাড়ে হৃদরোগ ও মৃত্যুঝুঁকি: গবেষণা

আইসক্রিম ব্র্যান্ড সেলেটোর একজন প্রতিনিধি জানান, বিশ্বের সবচেয়ে দামি এই আইসক্রিম তৈরি করতে তাদের দেড় বছরেরও বেশি সময় লেগেছে। অনেক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই আইসক্রিম তৈরি করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/এমএস

আরও পড়ুন