ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

বারবার গলা শুকিয়ে যাওয়া হতে পারে কঠিন যে রোগের লক্ষণ

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১২:১২ পিএম, ০৮ এপ্রিল ২০২৩

গরমে প্রচণ্ড ঘামের কারণে বারবার গলা শুকিয়ে যেতেই পারে, তবে সব সময় মুখের শুষ্কভাব কিন্তু কঠিন রোগের ইঙ্গিত দেয়।

চিকিৎসাবিজ্ঞান জানাচ্ছে, ডায়াবেটিসের বিভিন্ন লক্ষণগুলোর মধ্যে ড্রাই মাউথ বা শুষ্ক মুখ অন্যতম। তবে অনেকেরই এ বিষয়ে সঠিক ধারণা নেই, আর এ কারণে ডায়াবেটিস শনাক্তকরণে দেরি হয়ে যায়।

আরও পড়ুন: ডায়াবেটিস কী? এই রোগ সম্পর্কে যা জানা জরুরি

ক্লিভল্যান্ড ক্লিনিক জানাচ্ছে, ডায়াবেটিসে আক্রান্তের ড্রাই মাউথের পাশাপাশি আরও বেশ কয়েকটি লক্ষণ থাকতে পারে, যেমন-

১. মুখে দুর্গন্ধ, এমনকি ব্রাশ করার পরও গন্ধ দূর হয় না
২. বারবার ঠোঁট ফাটা
৩. দাঁত পড়ে যাওয়া
৪. মুখে আলসার
৫. মুখের ভেতরে বা গলায় ব্যথা, জ্বালা
৬. জিভ রুক্ষ্ম হয়ে যাওয়া
৭. গিলতে ও চিবিয়ে খেতে সমস্যা ইত্যাদি।

আরও পড়ুন: নখ দেখেই বুঝে নিন ডায়াবেটিসে আক্রান্ত কি না

ড্রাই মাউথের ক্ষেত্রে লালা বা স্যালাইভা পরিমাণ মতো তৈরি হয় না। ফলে মুখ শুষ্ক লাগে। এর কারণে মুখের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন-

১. ক্যাভিটিস
২. জিঙ্গিভাইটিস
৩. মুখের ইনফেকশন
৪. পেরিওডনটিটিস
৫. মুখে প্লাক বা ময়লা জমা
৬. মুখের ভিতর ফাঙ্গাল ইনফেকশন
৭. দাঁতের ক্ষয় ইত্যাদি।

আরও পড়ুন: ডায়াবেটিস রোগীর জন্য আখের রস কি সত্যিই উপকারী?

ডায়াবেটিসে আক্রান্ত হলে বিভিন্ন সংক্রমণের ঝুঁকিও কয়েকগুণ বেড়ে যায়, তাই সবাইকে সচেতন থাকতে হবে। এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ও ডায়াবেটিস পরিমাপ করতে হবে।

সমস্যার সমাধানে

ডায়াবেটিস নিয়ন্ত্রণই এই অসুখ নিবারণের প্রথম ধাপ। তাই নিয়মিত নিজের ওষুখ খান। এছাড়া দিনে ৩০ মিনিট ব্যায়াম করুন, কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খান, শাক-সবজি বেশি পরিমাণে খান ইত্যাদি। এই নিয়মগুলি মেনে চললেই উপকার পাবেন। আর অবশ্যই দিনে পর্যাপ্ত পানি পান করতে হবে।

সূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক

জেএমএস/এমএস

আরও পড়ুন