ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ঈদের আগে ঘরেই করুন পার্লারের মতো ফেসিয়াল

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০২:০২ পিএম, ০৫ এপ্রিল ২০২৩

ঈদের আগে সবাই কমবেশি ত্বকের যত্ন নেন। তবে ঈদের একদিন বা দুদিন আগে যদি ত্বকের যত্ন নেন তাহলে ত্বকের উজ্জ্বলতা ততটা বাড়বে না আবার কালচে দাগ ছোপও দূর হবে না। এজন্য ঈদের বেশ কিছুদিন আগ থেকেই ত্বকের যত্ন নেওয়া শুরু করতে হবে।

আর ত্বকের যত্ন বা স্কিন কেয়ারের প্রসঙ্গ উঠলে প্রথমেই মনে পড়ে ফেসিয়ালের কথা। শুধু কি পার্লারে গিয়েই ফেসিয়াল করা যায়? চাইলে কিন্তু ঘরেও নিয়মিত ফেসিয়াল করে ত্বক রাখতে পারেন কোমল ও টানটান।

আরও পড়ুন: ১০ খাবারেই বাড়বে ত্বক ও চুলের সৌন্দর্য

আবার ফেসিয়াল করতে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের প্রসাধনীরও প্রয়োজন হয় না, রান্নাঘরের কয়েকটি সাধারণ উপাদান দিয়েই খুব সহজে করা যায় ফেসিয়াল।

এতে ত্বকেও সুফল মেলে ও সতেজ হয়ে ওঠে। দরকার শুধু হাতের কাছে কিছু সাধারণ প্রাকৃতিক উপাদান! জেনে নিন ধাপে ধাপে ফেসিয়াল করার উপায়-

প্রথমে, ত্বকের ধরনের সঙ্গে মানানসই ক্লিনজার বেছে নিন। মুখে হালকা গরম পানির ঝাপটা দিয়ে ভিজিয়ে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন।

আরও পড়ুন: যেভাবে ত্বক ফর্সা করে মসুর ডাল

মুখ পরিষ্কার করতে বেছে নিতে পারেন মধু। মধুর আর্দ্রতা আপনার ত্বক কোমল ও নরম রাখবে। ভেজা মুখে মধু লাগিয়ে এক মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। সব ত্বকের জন্যই এটি উপযোগী।

দ্বিতীয় ধাপে, করুন এক্সফোলিয়েট। এক্ষেত্রে ত্বক থেকে মৃত কোষ তুলে ফেলার জন্য এক চা চা চামচ ওটমিল গুঁড়ার সঙ্গে এক চা চামচ মধু আর এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন।

শুষ্ক ত্বক হলে মধু আর অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিন এক চা চামচ চিনি। আর তৈলাক্ত ত্বকের জন্য মধু আর চিনির সঙ্গে এক চা চামচ পানি মেশালেই হলো।

আরও পড়ুন: ঝুলে যাওয়া ত্বক টানটান হবে যে উপায়ে

মুখে লাগিয়ে সামান্য ম্যাসাজ করে রেখে দিন। তারপর প্যাক শুকিয়ে গেলে আবারও একটু ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের মৃত কোষ দূর হয়ে যাবে এই উপায়েই।

ফেসিয়োলের তৃতীয় ধাপে, স্টিম নিতে হবে। এজন্য বড় পাত্রে পানি ফুটিয়ে নিন। তারপর মাথায় একটি তোয়ালে চাপা দিয়ে পানির পাত্রের উপর ঝুঁকে ভাপ মুখে লাগান ৫-৭ মিনিট।

এক্ষেত্রে পানিতে সামান্য এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন তাহলে ত্বকে বাড়তি সতেজতা পাবেন।

আরও পড়ুন: ৪০ বছরেও প্রিয়াঙ্কার ত্বক যেভাবে বলিরেখামুক্ত

এবার ফেসিয়ালের চতুর্থ ধাপে, ব্যবহার করুন ফেস মাস্ক। মাস্কের কাজ হলো ত্বকে পুষ্টি জোগানো। স্বাভাবিক ত্বকে মধু, টকদইয়ের প্যাক, শুষ্ক ত্বকে সামান্য পাকা কলা আর মধু আর তৈলাক্ত ত্বকের জন্য ব্যবহার করুন মুলতানি মাটি আর মধুর প্যাক।

ফেস মাস্ক মুখে ভালোভাবে মেখে চোখে শসার স্লাইস দিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানিতে দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে মুছে নিন।

ফেসিয়ালের শেশেস ধাপে টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। মুখের খুলে যাওয়া রোমছিদ্র বন্ধ করতে টোনার ব্যবহার করুন। এজন্য আধা চা চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে এক চা চামচ পানি মিশিয়ে তাতে তুলো ভিজিয়ে মুখ মুছে নিন।

আরও পড়ুন: ত্বক অতিরিক্ত শুষ্ক হলে দ্রুত যা করবেন

ভিনেগার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে। শসার রসও খুব ভালো টোনার, এটি ত্বককে স্নিগ্ধও রাখে। ঘরে এগুলো না থাকলে বরফ পানিতে মুখ ধুয়ে নিন।

এবার ময়শ্চারাইজার মাখার পালা। ঘরোয়া ফেসিয়ালের একেবারে শেষ ধাপ এটি। ঘরে ভালো মানের ময়েশ্চারাইজার না থাকলে আধা চা চামচ অলিভ অয়েল বা আমন্ড অয়েল মেখে নিন।

শুষ্ক ত্বক হলে মাখুন নারকেল তেল বা অর্গান অয়েল। আর তেলতেলে ত্বক হলে জোজোবা অয়েল বা এক চা চামচ অ্যালোভেরা জেল মাখুন।

মিনে রাখতে হবে, ফেসিয়ালের পরপরই মেকআপ করবেন না। কোনো উপাদান মেখে জ্বালা বা অস্বস্তি শুরু হলে মুখ ধুয়ে ফেলুন। আর ফেসিয়াল করার সময় মনটা শান্ত রাখুন। ঠান্ডা ও শান্ত পরিবেশে ফেসিয়াল করুন।

সূত্র: ফেমিনা

জেএমএস/জেআইএম

আরও পড়ুন