ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

জিভে জল আনবে আলুর চাট

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

বাজারে এখন নতুন আলুর দেখা মিলছে। এছাড়া ছোট ছোট গোল আলুরও বেশ চাহিদা আছে। আলু ঘণ্ট হোক বা আলুর দম ছোট ছোট গোল আলু ছাড়া যেন তৈরিই হয় না এসব পদ!

এই আলু খেতে অনেক সুস্বাদু। চাইলে কিন্তু ঝটপট নাস্তায় তৈরি করতে পারেন আলুর চাট। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আলুর চাট। রইলো রেসিপি-

আরও পড়ুন: চিকেন দিয়ে তৈরি করুন মজাদার রেশা কাবাব

উপকরণ

১. সেদ্ধ গোল আলু আধা কেজি
২. আস্ত জিরা আধা চা চামচ
৩. হলুদ গুঁড়া আধা চা চামচ
৪. মরিচ গুঁড়া স্বাদমতো
৫. ধনেপাতা কুচি পরিমাণমতো
৬. চাট মসলা ১ চা চামচ
৭. লবণ স্বাদমতো ও
৮. তেল পরিমাণমতো।

আরও পড়ুন: বিশেষ দিনে পাতে থাক ‘মাটন আখনি পোলাও’

পদ্ধতি

সেদ্ধ আলুর গায়ে লবণ মেখে রাখুন ৫-১০ মিনিট। তারপর হলুদ, মরিচ ও চাটমসলা মাখিয়ে নিন। এবার প্যানে তেল গরম করে জিরা ফোঁড়ন দিয়ে আলু দিন।

লাল করে আলু ভাজা হলে ধনেপাতা মিশিয়ে নামিয়ে ফেলুন। ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা আলুর চাট।

রেসিপি ও ছবি: ঝুমুর’স কিচেন

জেএমএস/জেআইএম

আরও পড়ুন