ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

বাফেলো চিকেন উইংস খাওয়ার দিন, তৈরি করুন ঘরেই

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩

বর্তমানে চিকেনের বাহারি পদে মুগ্ধ ছোট থেকে বড় সবাই। মুরগির মাংস দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। তবে চিকেনের তৈরি ভাজাপোড়া খাবার যেমন, চিকেন ফ্রাই, চিকেন বল, চিকেন উইংস ইত্যাদি অন্যতম।

চিকেনের আরও একটি জনপ্রিয় পদ হলো বাফেলো উইংস ফ্রাই। রেস্টুরেন্ট থেকেই বেশিরভাগ মানুষ কিনে খান এটি। আজ কিন্তু বাফেলো চিকেন উইংস খাওয়ার দিন।

আরও পড়ুন: আলু দিয়ে কবুতরের মাংস ভুনা

১৯৬৪ সালে নিউইয়র্কের বাফেলোতে জনপ্রিয় হয়ে ওঠে চিকেন উইংস। ফ্র্যাঙ্ক বেলিসিমো অ্যাঙ্কর নামের এক বার মালিকের স্ত্রীটেরেসা বেলিসিমো তার ক্ষুধার্ত সন্তানের জন্য মধ্যরাতে কিছু রান্না করতে চেয়েছিলেন।

তার কাছে শুধু ছিল মুরগির মাংস। তিনি মুরগির ঝোল রান্না না করে সেগুলো ডুবো তেলে ভেজে সসের সঙ্গে মিশিয়ে তার ছেলে ও বন্ধুদেরকে খেতে দেন। যা পরবর্তী সময়ে বিখ্যাত হয়ে ওঠে বাফেলো চিকেন উইংস নামে।

এই খাবারটির এতো চাহিদা ছিল যে ১৯৭৭ সালে বাফেলোর মেয়র ২৯ জুলাইকে জাতীয় চিকেন উইং দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। তবে এই দিবস ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় রবিবার পালিত হওয়া শুরু হয়।

আরও পড়ুন: দুপুরে স্বাদ নিন ডিমের সুস্বাদু পদ চিজি বল কারির

উপকরণ

১. চিকেন উইংস ৫০০ গ্রাম
২. আদা বাটা ২ টেবিল চামচ
৩. রসুন বাটা ২ চা চামচ
৪. সয়া সস ১ টেবিল চামচ
৫. কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
৬. আধা কাপ মসলার মিশ্রণ
৭. তেল সামান্য
৮. ডিম ১টি
৯. তিলের তেল ২ টেবিল চামচ
১০. বারবিকিউ সস এক কাপ
১১. মধু আধা কাপ
১২. লেবুর রস ২ চা চামচ
১৩. পাপরিকা পাউডার ১ চা চামচ

আরও পড়ুন: চিকেন দিয়ে তৈরি করুন মজাদার রেশা কাবাব

পদ্ধতি

প্রথমে বাটিতে চিকেন উইংস, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়ো, মসলা, তিলের তেল ও ডিম দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখনি ১০-২০ মিনিট।

এবার মেরিনেট করা মাংস আরও একবার মাখিয়ে নিন। যাতে মাংসের গায়ে মসলা লাগে। একটি ফ্রাই প্যানে পরিমাণমতো তেল গরম করে নিন। চিকেনগুলো একেক করে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন।

আরও পড়ুন: খুব সহজেই রাঁধুন হাড়িয়ালি চিকেন কারি

এবার প্যানে সামান্য তিলের তেল গরম করে নিন। এতে রসুন বাটা, বারবিকিউ সস, মধু, লেবুর রস, তিল, পাপরিকা পাউডার ও মিশ্রিত মসলা দিয়ে রান্না করে সস তৈরি করুন।

সবশেষে ভাজা চিকেন উইংস সসের সঙ্গে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বারবিকিউ বাফেলো উইংস। অতিথি আফ্যায়ন থেকে শুরু করে ঘরোয়া আড্ডায় বেশ জমে যাবে মজাদার এই খাবারটি।

জেএমএস/জেআইএম

আরও পড়ুন