ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ফ্যাটি লিভারের সমস্যা সমাধানের আয়ুর্বেদিক ৭ উপায়

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০১:১৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২

পুরো শরীরকে সঠিকভাবে কাজ করতে লিভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিভারের বিভিন্ন ব্যাধির মধ্যে একটি হলো ফ্যাটি লিভার। স্থূলকায় ও যাদের পেটে বেশি মেদ জমে তাদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়।

এক্ষেত্রে লিভারে অতিরিক্ত চর্বি জমে, ফলে লিভারের কার্যকারিতা কমতে থাকে। যখন লিভারে চর্বি জমতে শুরু করে, তখনই ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়।

ফ্যাটি লিভার প্রধানত দুই প্রকার- অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ও নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ।

যারা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করেন, তাদের মধ্যে অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়। আর বাকিরা নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভোগেন।

যারা এরই মধ্যে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন, তাদের উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া ও জীবনযাত্রায় পরিবর্তন আনা। এর পাশাপাশি আয়ুর্বেদিক ঘরোয়া প্রতিকারেও ভরসা রাখতে পারেন। জেনে নিন করণীয়-

১. চর্বিযুক্ত খাবার একেবারেই এড়িয়ে চলুন। ভাজাপোড়া খাবার লিভারে চর্বির পরিমাণ আরও বাড়ায়।

২. খাদ্যতালিকায় শীতল ও নন-অ্যাসিডিক খাবার অন্তর্ভুক্ত করুন। এর মধ্যে বেরি, নাশপাতি ও তরমুজ অন্তর্ভুক্ত থাকতে পারে।

২. কিছু আস্ত শস্য যেমন- কুইনোয়ার সঙ্গে তাজা মৌসুমি শাকসবজির খেতে পারেন।

৩. নিয়মিত তরমুজের রস বা অ্যালোভেরার রস পান করতে পারেন।

৪. একটারনা একমাস নিয়মিত ২ গ্রাম গোলমরিচ গুঁড়া ও ১ চা চামচ মধুর মিশ্রণ খেলে উপকৃত হবেন।

৫. প্রতিদিন ১০-২০ মিলি লিটার আমলার রস পান করুন।

৬. এছাড়া ১-৩ গ্রাম কুটকির গুঁড়া দিনে দু’বার খোওয়ার পর পানিতে মিশিয়ে পান করতে পারেন।

সতর্কতা: আপনার ডায়েটে কোনো পরিবর্তন করার আগে অবশ্যই একজন চিকিত্সক বা আপনার পারিবারিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

সূত্র: হেলথশটস

জেএমএস/এমএস

আরও পড়ুন