ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

লা রিভে শীতের আয়োজন ‘ঐকতান’

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৭ নভেম্বর ২০২২

মানুষ ও প্রকৃতির মাঝে পারস্পরিক নির্ভরতার সমীকরণ চিরন্তন। প্রকৃতি যেমন মনকে প্রশান্ত করে, তেমনই মানুষ পারে প্রকৃতির শান্তি ও সৌকর্য ধরে রাখতে। মানুষ ও প্রকৃতির মাঝে বয়ে চলা এ নিরন্তর ঐকতানকে উপজীব্য করে দেশের ফ্যাশন ও অনুষঙ্গ ব্র্যান্ড লা রিভ হারমোনি বা ঐকতান শিরোনামে নিয়ে এসেছে শীতের কালেকশন।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘আন্তর্জাতিক ফ্যাশনের সব ক্লাসিক, কনটেম্পোরারি ডিজাইন এবং প্রিন্টস্টোরি দিয়ে সাজানো হয়েছে লা রিভের উইন্টার কালেকশন। ট্রেন্ডের শীর্ষে থাকা প্যাটার্ন থেকে শুরু করে ফেব্রিক সিলেকশনে এ সময়ের ফ্যাশন চাহিদা ও উপযোগিতার (ইউটিলিটি) ওপরে বিশেষ গুরুত্ব দিয়েছি আমরা।’

তিনি বলেন, ‘লা রিভ উইন্টার ২২ কালেকশনের সবচেয়ে বড় আকর্ষণ নানা ডিজাইনের উইন্টার জ্যাকেট। নারী, পুরুষ ও শিশুদের জন্য প্রায় সব ধরনের, সব অকেশনে পরার উপযোগী জ্যাকেট ডিজাইন করেছি আমরা। পুরুষের জন্য বোম্বার, সফট কুইল্ট জ্যাকেট থেকে শুরু করে বাইকার, হুডি, কুইল্ট ও ক্যামোফ্লেজ ভেস্ট জ্যাকেট ডিজাইন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নারীদের জন্য থাকছে সিঙ্গেল বাটন ওভারল্যাপ, শর্ট, মিড-লেংথ ও লং জ্যাকেট, ওভারকোট স্টাইল, বেল্টেড ও ফ্লিস জ্যাকেট। টাফেটা, ডেনিম, নিট ও টার্টান ফেব্রিকে জ্যাকেটগুলো বোনা হয়েছে। শিশুদের জন্য ডিজাইন করা হয়েছে প্রিন্ট ও সিঙ্গেল কালার পাফার, হুডি ও সোয়েট জ্যাকেট।’

লা রিভের অন্যতম জনপ্রিয় কালেকশন ব্লেজারও থাকছে। এ বছর নোচড ল্যাপেল কলারের সেমি ফর্মাল ও ফর্মাল ব্লেজার পাওয়া যাবে নারী-পুরুষ-শিশু সব ক্যাটাগরিতেই। লা রিভের আরেকটি জনপ্রিয় কালেকশন ডেনিমেও থাকছে জ্যাকেট, টিউনিক ও ফ্রকের স্টাইল। উইন্টার কমফোর্ট সোয়েটশার্টে হুডি ও স্লিভলেস স্টাইল ডিজাইন করা হয়েছে। এ সময়ের সাড়া জাগানো সব থিম যেমন নাসা, প্যানেলড্ ও আর্দি টোনের সোয়েটশার্টগুলো সবার নজর কাড়বে।

চলতি ফ্যাশনে চলছে আশি ও নব্বই দশকের দাপট। তারই অনুপ্রেরণায় কামিজ, টিউনিক ও কোর-উইন্টার স্টাইলগুলোয় ফ্লেয়ারড হেমলাইন, রেট্রো র্যাপ, স্টেটমেন্ট কলার ও অর্নামেন্টাল বর্ডারলাইনে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। স্লিভ ও স্লিটের পাশাপাশি নেকলাইনে নোচ ল্যাপেল, হাইনেক, ক্রুনেক, শল, কেপ ও কীহোলের মতো ট্রেন্ডি কলারের ডিজাইন কালেকশনে বৈচিত্র্য আনা হয়েছে। সব পোশাকেই পকেটস, ইনার ও টাই-আপের মতো ইউটিলিটি ফিচারের ব্যবহার বাড়ানো হয়েছে।

আর্দি, হাই-কন্ট্রাস্ট ও প্যাস্টেল রঙের প্যালেটে সাজানো উইন্টার কালেকশনে আন্তর্জাতিক ফ্যাশন উইক থেকে বাছাই করা প্রিন্ট ও মোটিফ নিয়ে এসেছে লা রিভ। স্যাচুরেটেড স্ট্রাইপস, ফ্লোরাল সোলেস, টার্টান পাওয়ার, শিফটেড ডাই ও ট্রান্সফর্মিং জিওমেট্রির মতো হাই-স্ট্রিট প্রিন্টগুলোয় রঙিন হয়েছে লা রিভ উইন্টার কালেকশন।

কোর-উইন্টার স্টাইলের পাশাপাশি নারীদের জন্য শাল, সোয়েটার, কার্ডিগান, স্টেটমেন্ট কলার কামিজ, জ্যাকেট-স্টাইল টিউনিক, সিঙ্গেল বাটন ওভারল্যাপ, শ্রাগ, টার্টান ও টাই-ওয়েইস্ট টিউনিক, ফ্লেয়ার্ড ও স্ট্রেইট কামিজ ছাড়াও গ্ল্যাম-পার্টিতে পরার উপযোগী সালোয়ার কামিজ ডিজাইন করা হয়েছে।

পুরুষের জন্যও থাকছে ফুল স্লিভ সোয়েটার, ফুল স্লিভ টি-শার্ট, পোলো, ক্যাজুয়াল ও ফর্মাল শার্ট। শিশুদের জন্য শীত উপলক্ষ্যে ম্যাচিং সোয়েটশার্ট ও প্যান্ট সেট, ডেনিম ও কেপ জ্যাকেট, সোয়েটার, বিনি ক্যাপ, ক্যাজুয়াল শার্ট, টি ও পোলো শার্ট, টিউনিক, ফ্রক ও কমফোর্ট বটমস লঞ্চ করেছে লা রিভ।

লা রিভ উইন্টার কালেকশন পাওয়া যাচ্ছে খুলনা, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ ঢাকার প্রতিটি স্টোর ও অনলাইনে। বিস্তারিত জানতে লগইন করতে পারেন লা রিভের অফিসিয়াল ফেসবুক পেজ।

এসইউ/এএসএম

আরও পড়ুন