ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

মন খারাপ হলে কেন কষ্টের গান শোনেন?

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২

সবার জীবনেই সুখ-দুঃখ আসে পালাক্রমে। মুখের সামান্য হাসি যেমন সুখ প্রকাশ করে, ঠিক তেমনই দুঃখের সময় অভিব্যক্তিতে রাগ ও মন খারাপ হওয়াও স্বাভাবিক।

আর দুঃখের সময় বেশিরভাগ মানুষই নিজেকে গুটিয়ে নেন, একা থাকতে পছন্দ করেন। একই সঙ্গে বেশিরভাগ মানুষই মন খারাপের সময় শোনেন কষ্টের গান। তবে এর কারণ কী?

মানুষ বিভিন্ন কারণে দুঃখের গান শুনতে পারেন। তবে মন খারাপের সময়ই বেশিরভাগ মানুষ স্যাড মিউজিক বা দুঃখের গান শুনতে পছন্দ করেন। যা তাদের নেতিবাচক আবেগ প্রকাশে সাহায্য করে। পরবর্তী সময়ে তারা আরও বাস্তববাদী হয়ে ওঠেন।

তবে মেজাজ উন্নত করতে কেন দুঃখের গানগুলোই সাহায্য করে? আসলে কোনো দুঃখের গানের শব্দগুলো যখন কারো অভিজ্ঞতার কথা বলে, তখন সেটি শুনলে তাৎক্ষণিকভাবে অনুভব করি যে আমরা একা নই। আরও অনেকেই এমন অভিজ্ঞতা অর্জন করেছেন। এসব ভেবে ইতিবাচক অনুভূতি জাগ্রত হয় মনে।

বিজ্ঞান কী বলছে?

দুঃখের গান শোনার মাধ্যমে মানসিক সুস্থতা মেলে, এমনটিই জানাচ্ছে বেশ কিছু গবেষণা। মিউজিক থেরাপি মানসিক প্রশান্তি বাড়ায়, এমনকি মন-মেজাজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আরও যেসব উপকার মেলে জেনে নিন-

প্রোলেকটিন হরমোন বাড়ায়

মানুষের দুঃখের সংগীত উপভোগ করার আরেকটি কারণ হলো প্রোলেকটিন হরমোন। স্তন্যদানের সঙ্গে এর গভীর সংযোগ ছাড়াও প্রোলেকটিনের বিভিন্ন মানসিক প্রভাবও আছে।

এটি পুরুষ ও নারী উভয়ের মধ্যেই নির্গত হয়। দুঃখ বা অন্যান্য চাপের প্রতিক্রিয়া হিসেবে এর বেদনানাশক প্রভাব আমাদের ব্যথা কমায়।

আপনি যখন শোকগ্রস্ত থাকেন, তখন প্রোলেকটিন প্রশান্তি ও সান্ত্বনার অনুভূতি তৈরি করে। দুঃখের গান প্রোলেকটিন হরমোনের নিঃসরণ বাড়ায়। ফলে মানসিক কষ্ট ও চাপ থেকে সহজেই মুক্ত হওয়া যায়।

নস্টালজিক করে তোলে

গবেষণায় দেখা গেছে, দুঃখের গান সবাইকে পুরোনো স্মৃতি মনে করিয়ে দেয়। নস্টালজিক স্মৃতি মনে পড়ায় মেজাজ উন্নত হয়। বিশেষ করে যদি স্মৃতিগুলো জীবনের গুরুত্বপূর্ণ ও অর্থবহ মুহূর্তগুলোর সঙ্গে সম্পর্কিত হয় (যেমন- উচ্চ বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিয়ে, প্রেম)।

উদ্বেগ কমায়

সংগীতের মাধ্যমে উদ্বেগজনক আবেগ দূর হয়। এর মাধ্যমে রাগ ও দুঃখের মতো নেতিবাচক আবেগগুলো দূর করা যায়। যখন কেউ দুঃখের গান শুনে কান্না করেন; তখন হতাশা ও নেতিবাচক অনুভূতিগুলো মুছে যায়।

মেজাজ নিয়ন্ত্রণ করা যায়

গানের কথা ও সুর সবাইকেই প্রভাবিত করে। বিশেষ করে দুঃখের গান শোনার মাধ্যমে মেজাজ নিয়ন্ত্রণ করা যায়। স্যাড মিউজিক শ্রোতাকে কষ্টদায়ক পরিস্থিতি (বিচ্ছেদ, মৃত্যু ইত্যাদি) থেকে দূরে সরে যেতে ও এর পরিবর্তে গানের দিকে মনোনিবেশ করতে সাহায্য করে।

সঙ্গ দেয়

কেউ যখন প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে থাকে বা একাকিত্ব অনুভব করে; তখন সংগীত সঙ্গ দেয়। দুঃখের সংগীতকে কাল্পনিক বন্ধু হিসেবে কষ্টের সময় অনুভব করা যেতে পারে।

গান শোনার মাধ্যমে আবেগ, মেজাজ, স্মৃতি ও মনোযোগ প্রভাবিত হয় বলে প্রমাণিত। এ কারণে মানসিক প্রশান্তি পেতে মিউজিক থেরাপি বেশ কার্যকরী।

এক গবেষণায় অংশগ্রহণকারীদের একাংশকে গান শোনার ও অন্যদের ওষুধ দেওয়া হয়েছিল মানসিক চাপের জন্য। পরে দেখা যায়, যে রোগীরা গান শোনেন, তাদের উদ্বেগ কম ছিল। ওষুধ সেবনকারীদের তুলনায় কম কর্টিসল ছিল।

সংগীত আবার ওষুধের তুলনায় কম ব্যয়বহুল, শরীরের জন্য ভালো ও এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই (ফিন অ্যান্ড ফ্যানকোর্ট, ২০১৮)।

সূত্র: সাইকোলোজি টুডে/সায়েন্স এবিসি

জেএমএস/এসইউ/এমএস

আরও পড়ুন