ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

শীত মানানোর পোশাক হুডি

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২

আজকাল ভোরে বা সন্ধ্যার পর কিছুটা ঠাণ্ডা অনুভব হওয়ায় বোঝা যায় শীতকাল বেশ চেপে বসেছে। ঋতুর পালাবদলে পোশাকের রঙঢঙেও আসে পরিবর্তন। হালফ্যাশনে হুডি এখন দারুণ জনপ্রিয়। কানঢাকা টুপি দিয়ে শীতকে মানানো যায়; তবে সেকেলে ভাবটা থেকেই যায়।

শুধু হুডটা টেনে মাথা ঢেকে নিলে ফ্যাশনেবল লাগে আর বাড়তি উষ্ণতাও পাওয়া যায়। একটা সময় হুডি ব্যবহার হতো শুধু জ্যাকেটেই। জিপারওয়ালা বা জিপার ছাড়া বড় পকেটসহ হুড থাকত পোশাকে। তবে শুধু জ্যাকেটের মধ্যেই সীমাবদ্ধ নেই হুডি, এখন বিভিন্নভাবে হুডি পাওয়া যায়।

সোয়েটার, শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট নানা ধরনের পোশাকে হুড ব্যবহার করা হচ্ছে। নানা কাটের টপ তৈরি হচ্ছে মেয়েদের জন্য আর সঙ্গে হুড তো রয়েছেই। এক্সটেসি, ওয়েস্টেকস, ক্যাটস আই, নোঙর, ইজি, ট্রেন্ডসসহ বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের দোকানে নানা ডিজাইনের হুডসহ এসব পোশাক পাওয়া যাচ্ছে।

চামড়ার তৈরি হুডসহ জ্যাকেটও আছে। তবে এর দাম তুলনামূলক বেশি। মেয়েদের জন্য আছে নানা রঙের স্ট্রাইপ দেওয়া হুডি। এসব ব্র্যান্ডের হুডি পাওয়া যাবে ৭০০ থেকে ২০০০ টাকায়। ঢাকায় ‘ইজি’সহ বর্তমানে দেশীয় অনেক ফ্যাশন হাউস রয়েছে, যারা বিভিন্ন দেশি ঢঙের পোশাকে হুড ব্যবহার করছে। এমনকি বিভিন্ন ধরনের পাঞ্জাবিতেও হুড ব্যবহার করা হচ্ছে। পাট, সুতি কাপড়ের ফতুয়ায় হুড ব্যবহার করা হচ্ছে। আজকাল তরুণ-তরুণীরা এ পোশাকটিকে ফ্যাশন স্টেটমেন্টে পরিণত করেছে।

ছোট শিশুদের পোশাকেও হুড জুড়ে দেওয়া হচ্ছে। ছেলেমেয়ে উভয়ই এ পোশাকে শীতের দিনে স্বাচ্ছন্দ্যবোধ করে।

হুডি টিশার্ট বা যেকোনো হুডির জনপ্রিয়তা নিয়ে কথা হয় ব্র্যান্ড ফ্যাশন হাউস ইজি’র কর্ণধার তৌহিদ চৌধুরীর সাথে। তিনি বলেন, ‘আমরা সবসময়ই তরুণ প্রজন্মের পছন্দ ও ট্রেন্ডকে প্রাধান্য দিয়ে থাকি। এবারও উইন্টার কালেকশনে বিভিন্ন রঙ ও ডিজাইনের হুডি তৈরি করেছি।’

এলএ/জেআইএম