ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

মানুষের চুলে তৈরি হলো সোয়েটার

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১:২১ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২

শীত আসতেই সোয়েটারের কদর বেড়ে যায়। এই মৌসুমে বিভিন্ন ব্র্যান্ড নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে আনে। কীভাবে আরও নতুন নতুন উপায়ে চমকে দেওয়া যাবে ক্রেতাকে তা নিয়ে নিত্য ভেবে চলেন বস্ত্রশিল্পীরা।

এবার ফ্যাশন দুনিয়ায় নতুন চমক দিলেন নেদারল্যান্ডের বস্ত্রশিল্পী সোফিয়া কোলার। তিনি মানুষের পরিত্যক্ত চুল দিয়েই তৈরি করলেন সোয়েটার। যা সবাইকে অবাক করে দিয়েছে।

jagonews24

নেদারল্যান্ডের আমস্টারডামে এই শিল্পীর বাসস্থান। তিনি মানুষের ফেলে দেওয়া চুল থেকেই তৈরি করেন নানা ধরনের পোশাক। যা সত্যিই বিস্ময়কর ও পরিবেশবান্ধবও বটে।

তিনি জানান, প্রতিবছর ইউরোপে প্রায় সাত কোটি কেজিরও বেশি চুল অপচয় হয়। ওই চুল পুনর্ব্যবহারের মাধ্যমে তারা এই নান্দনিক পোশাক তৈরি করেন।

jagonews24

উলের মতো চুলও তৈরি কেরাটিন তন্তু দিয়ে। আর চুল বিষাক্তও নয়, ফলে কৃত্রিম তন্তুর তুলনায় এটি অনেক ভালো বিকল্প বলে জানান এই বস্ত্রশিল্পী।

jagonews24

তার মতে, যেহেতু এর কাঁচামালের অভাব নেই ও এটি টেকসই, হালকা এমনকি তাপরোধী। তাই এটি সঠিকভাবে ব্যবহার করতে পারলেই ফ্যাশন দুনিয়ায় তা জনপ্রিয় হয়ে উঠবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/এএসএম

আরও পড়ুন