ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ওমিক্রনের যে লক্ষণ শিশুদের শরীরে দেখা দিচ্ছে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২২

ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শিশুরাও এখন আক্রান্ত হচ্ছে ওমিক্রনে। আর তা নিয়েই এখন চিন্তিত অভিভাবকরা। তবে শিশুদের শরীরে ওমিক্রনের কোন কোন উপসর্গ বেশি দেখা দিচ্ছে?

বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে যে উপসর্গটি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তা হলো ক্লান্তি। এরপর মাথা যন্ত্রণা, গলা ব্যথা, নাক থেকে পানি পড়াসহ হাঁচির মতো উপসর্গগুলোও দেখা দিচ্ছে।

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যে উপসর্গটি প্রথমে দেখা যাচ্ছে সেটি হলো থেকে পানি পড়া। তবে এসব উপসর্গ ছাড়াও শ্বাসনালীর সমস্যা দেখা দিতে পারে শিশুদের ক্ষেত্রে।

এ ছাড়াও দেখা যেতে পারে ডায়রিয়া ও ত্বকের ক্ষত তৈরি হওয়ার মতো উপসর্গ। তবে এই উপসর্গগুলো বেশ বিরল।

যেসব শিশু এরই মধ্যে টিকা পেয়েছে, ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর তাদের অবশ্য সাধারণ সর্দি-কাশির মতোই উপসর্গ দেখা দিচ্ছে।

অধিকাংশ ক্ষেত্রেই টিকাপ্রাপ্ত শিশুদের খুব একটা কাবু করতে পারে না এই ভাইরাস। তবে শিশুরা চঞ্চল ও দুরন্ত হওয়ায় নিয়মের বেড়াজাল মানে না। তাই যত দ্রুত সম্ভব শিশুদেরকে টিকা দিতে হবে।

পাশাপাশি অভিভাবকদের উচিত শিশুকে বাইরে নিয়ে গেলে অবশ্যই মাস্ক পরানো। মেনে চলতে হবে অন্যান্য কোভিড বিধি। পর্যাপ্ত পানি ও উপযুক্ত খাবার খাওয়াতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া/হপকিনস মেডিসিন

জেএমএস/এএসএম

আরও পড়ুন