ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

নলেন গুড়ের ফিরনি রাঁধবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১

ফিরনি খেতে কে না পছন্দ করেন। ছোট-বড় সবাই ফিরনির স্বাদ নিতে চান। ফিরনি বিভিন্ন উপকরণ দিয়ে রান্না করা যায়। তার মধ্যে গুড়ের ফিরনি খাওয়ার মজাই আলাদা।

আর তা যদি হয় নলেন গুড়, তাহলে তো কথাই নেই। শীত আসতেই নলেন গুড়ের পিঠা-পুলি ও ফিরনি রান্নার তোড়জোড় শুরু হয়ে যায় ঘরে ঘরে।

আপনি যদি নলেন গুড় দিয়ে ফিরনি রান্না করতে চান তাহলে জেনে নিন রেসিপি-

উপকরণ

>> চালের গুঁড়া এক কাপ
>> ঘি এক টেবিল চামচ
>> কাজুবাদাম ১৫টি
>> কিশমিশ ১৫টি
>> দুধ ২ কাপ
>> চিনি এক কাপ

jagonews24
>> নলেন গুড় ৩ কাপ
>> খোয়া ক্ষীর ১০০ গ্রাম
>> গোলাপজল আধা চা চামচ
>> গুঁড়া দুধ এক টেবিল চামচ
>> এলাচ ও দারুচিনি গুঁড়া এক চা চামচ
>> জায়ফল ও জয়িত্রী গুঁড়া আধা চা চামচ ও
>> কেশর এক চিমটি।

পদ্ধতি

প্রথমে কড়াইয়ে ঘি গরম করে কাজু ও কিশমিশ ভেজে নিন। এরপর ভাজা হয়ে গেলে দুধ মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।

দুধ হালকা ফুটে উঠলে তাতে চিনি মিশিয়ে দিন। চিনি গললে গুড় মিশিয়ে নিন। দুধের সঙ্গে গুড় ভালোভাবে মিশে গেলে তাতে মিশিয়ে দিন চালের গুঁড়া।

চালের গুড়ো দিয়ে নাড়াচাড়া করার পর ক্ষীর দিয়ে দিন। কিছুক্ষণ পর হালকা ফুটে উঠলে কাঁচা দুধে গুলে রাখা গুঁড়া দুধ মিশিয়ে দিন।

চাল সেদ্ধ হলে একে একে গোলাপজল, এলাচ, দারুচিনি, জায়ফল ও জয়িত্রী গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিন।

ঠান্ডা ফিরনি খেতে চাইলে কিছুক্ষণ পর ফ্রিজে ঢুকিয়ে রাখুন। পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে উপরে কেশর ছড়িয়ে দিন।

জেএমএস/এএসএম

আরও পড়ুন