ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

৪৭ বছরেও টানটান কাজলের ত্বক!

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১১:৩৯ এএম, ১২ ডিসেম্বর ২০২১

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আজও যেন তরুণী! বিগত প্রায় তিন দশক ধরে পর্দায় নিজের অভিনয়ের জাদু দিয়ে তিনি মুগ্ধ করে রেখেছেন সবাইকে।

বলিউডের অনেক অভিনেত্রীই আছেন, যারা বয়স বাড়লেও শরীরে তার ছাপ পড়তে দেননি। তাদের মধ্যে কাজলও একজন। বর্তমানে তার বয়স ৪৭ এর কোঠায়। তাতে কি, আজও যেন তার বয়স ৩০ বছরেই আটকে আছে!

৪৭ বছরেও যেভাবে টানটান কাজলের ত্বক

৩০ বছর পার হতেই ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করে। চোখের নিচে, কপাল ও গলার চামড়ায় বয়সের ছাপ ফুটে ওঠে। অন্যদিকে কাজলের মুখ-চোখে যেন একেবারেই ছাপ পড়েনি বয়সের। তবে তার জন্য বিশেষ কিছু নিয়ম মেনেই চলতে হয় তাকে।

৪৭ বছরেও যেভাবে টানটান কাজলের ত্বক

নিজের রূপচর্চার রুটিন প্রসঙ্গে কাজল বলেছেন, ‘বলিরেখা ত্বকের সতেজতা কমিয়ে দেয়। ত্বক নিয়ে আমি বরাবরই বিশেষ সচেতন। শরীর ডিটক্সিফাই করার জন্য দিনে অন্তত ৮ গ্লাস পানি খেতেই হয়। এ ছাড়াও ঘুমানোর আগে নাইট ক্রিম লাগাতেও ভুলি না।’

৪৭ বছরেও যেভাবে টানটান কাজলের ত্বক

পাশাপাশি শরীরচর্চা ও ডায়েটের টিকেও বিশেষ নজর রাখেন কাজল। জিমে গিয়ে নিয়মিত এক থেকে দেড় ঘণ্টা সময় কাটান তিনি।

নিয়মিত শারীরিক কসরত ও দিনে অন্তত ৮ ঘণ্টা ঘুম তার রুটিনে থাকবেই। এভাবেই নিয়মতান্ত্রিক উপায়ে জীবনধারণের মাধ্যমে আজও সৌন্দর্য ধরে রেখেছেন কাজল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জেআইএম

আরও পড়ুন