পুরুষের গলার কালো দাগ দূর করার ৩ উপায়
নারী-পুরুষ সবারই গলায় কালো দাগ পড়তে পারে। গলায় কালো দাগ পড়া নিয়ে অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হন। কোনোভাবেই জেদি কালো দূর করা যায় না।
প্রতিদিন কলার দেওয়া শার্ট পরার কারণে পুরুষের গলা কালো হয়ে যায় দ্রুত। গলা, ঘাড়ের চারপাশে ঘাম জমার কারণেই এটি হয়ে থাকে। দীর্ঘদিন অযত্নের ফলে দাগ আরও জেদি হতে থাকে।
তাই পরবর্তীতে দাগ দূর কারার চেষ্টা করলেও সম্ভব হয় না। অনেকেই আছেন গলার কালো দাগ ঢেকে রাখতে প্রতিদিনই কলার দেওয়া শার্ট পড়েন। ফলে দাগ আরও গাঢ় হয়।
এজন্য গলার দাগ দূর করলে ৩টি বিষয় মানতে হবে। তাহলে গলার জেদি কালো দাগও দূর হয়ে যাবে দ্রুত। জেনে নিন করণীয়-
>> প্রতি রাতে ঘুমানোর আগে মুখ, ঘাড় ও গলায় অ্যালোভেরা জেল ব্যবহার করুন। তারপর সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ফেলুন। কয়েকদিনের মধ্যেই দূর হয়ে যাবে গলার কালো দাগ।
>> ঘরের বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। শুধু মুখে নয়, হাত ও গলাতেও মাখবেন লোশন।
>> কাঁচা দুধ ব্যবহারের ফলেও ত্বকের কালচে দাগ ছোপ দ্রুত দূর হয়। দুধে থাকা ল্যাক্টিক অ্যাসিড এক্ষেত্রে দুর্দান্ত কাজ করে।
শরীরের যেসব অংশে কালো দাগ পড়েছে, সেখানে দুধ মেখে নিন। তারপর ২০-৩০ মিনিট সে ভাবেই রেখে দিন। দুধ শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জেএমএস/জেআইএম