ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

চোখের আঞ্জনি দ্রুত সারানোর ৩ উপায়

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১০:২৫ এএম, ৩১ অক্টোবর ২০২১

অনেকেই চোখে আঞ্জনির সমস্যায় ভোগেন। এক্ষেত্রে চোখ ফুলে যায়, পানি পড়ে এমনকি চুলকানি ও প্রচণ্ড ব্যথাও হয়। আঞ্জনি হলে বেশ কষ্ট সহ্য করতে হয়। চোখ লুকাতে পরতে হয় কালো সানগ্লাস।

আঞ্জনি আসলে বিরল কোনো সমস্যা নয়। এর ফলে চোখের পাতায় ছোট ছোট ফোঁড়া বা গোটা বের হয়। আঞ্জনি তেমন বড় কোনো সমস্যা না হলেও, প্রায়ই এমনটি ঘটতে থাকলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

তাই আঞ্জনি হলে ঘরোয়া উপায়ে তা সারানোর ব্যবস্থা করা জরুরি। তবে কীভাবে আঞ্জনির সমস্যা দূর করবেন? কিছু ঘরোয়া উপায়েই কমিয়ে ফেলা যায় এই সমস্যা।

আঞ্জনি হওয়ার কারণ কী কী?

>> চোখে ময়লা জমা।
>> অপরিষ্কার পানি চোখে দেওয়া।
>> চোখের পাতার কোনো গ্রন্থির সংক্রমণ বা
>> চোখের পাতার কোনো গ্রন্থির মুখে তেল জমা ইত্যাদি।

jagonews24

আঞ্জনি সারানো ঘরোয়া উপায়

>> নরম কাপড়ে ভাপ দিয়ে সেটি চোখের উপর ধরুন। অর্থাৎ গরম সেঁক দিলে ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ কমবে। গ্রন্থির মুখে জমা তেলও শুকিয়ে যাবে। ফলে দ্রুত ব্যথাও কমবে।

>> চোখের পাতায় ক্যাস্টর অয়েল লাগালেও ভালো ফল পাবেন। এটিও সংক্রমণকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। ফলে দ্রুত সংক্রমণ কমবে।

>> আঞ্জনি সারানোর সবচেয়ে কার্যকরী ও সহজ উপায় হলো পেয়ারা পাতা ব্যবহার করা। এই পাতা আঞ্জনি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে।

প্রথমে পেয়ারা পাতা পরিষ্কার ফ্রাইপ্যানে হালকা গরম করে নিন। তারপর নরম কাপড়ে সেই পাতা জড়িয়ে চোখের পাতায় আলতোভাবে রাখুন। আঞ্জনির সমস্যা দ্রুত কমবে।

সূত্র: হেলথলাইন

জেএমএস/এমএস

আরও পড়ুন