ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

আলুর মজাদার তিন পদ

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৯ আগস্ট ২০২১

প্রতিদিনের আহারে কমবেশি আলু থাকে সবার পাতেই। আলু শর্করা জাতীয় খাবার। যা মানুষের শরীরে শক্তি যোগাতে সহায়তা করে। এ ছাড়াও আলুতে বেশ কিছু পুষ্টি উপাদান আছে। যা শরীরের জন্য খুবই উপকারী।

সব ধরনের তরকারিতেই আলু বেশ মানিয়ে যায়। মাছ-মাংস থেকে শুরু করে বিভিন্ন ভাজা-পোড়া খাবারে আলু না থাকলে চলেই না অনেকের! আলু দিয়ে বিভিন্ন খাবার তৈরি করা যায়।

এর মধ্যে বিকেলের নাস্তা হিসেবে তৈরি করতে পারেন আলুর পরোটা, ফ্রেঞ্চ ফ্রাই ও আলুর পাকোড়া। এ তিনটি আলুর পদই খেতে খুব সুস্বাদু ও মজাদার। চাইলে কম সময়ে রেসিপি অনুযায়ী তৈরি করে নিতে পারেন এ পদগুলো-

jagonews24

আলুর পরোটা

উপকরণ

১. ময়দা ৬টা পরোটার জন্য
২. আলু ৪টি
৩. ধনেপাতা এক মুঠো
৪. লবণ পরিমাণমতো
৫. মরিচের গুঁড়ো ১ চা চামচ
৬. পাতিলেবুর রস সামান্য

পদ্ধতি

আলুর খোসা ছাড়িয়ে চটকে নিন। এর সঙ্গে মরিচের গুঁড়ো, লবণ ও ধনেপাতা কুচি মাখিয়ে পাতিলেবুর রস মিশিয়ে নিন। লবণ ও ময়দা দিয়ে পরোটার জন্য মাখুন।

এবার ৬টি লেচি কেটে নিন। প্রত্যেকটি লেচির মধ্যে আলুর পুর দিয়ে বেলে ঘি বা তেলে ভেজে নিন এবং গরম গরম পরিবেশন করুন।

jagonews24

আলুর পাকোড়া

উপকরণ

১. আলু আধা কেজি
২. বেসন আধা কাপ
৩. চালের গুঁড়ো এক কাপের ৪ ভাগের এক ভাগ
৪. পেঁয়াজ কুচি এক কাপের ৪ ভাগের এক ভাগ
৫. মরিচ কুচি ১ টেবিল চামচ
৬. ধনেপাতা কুচি সামান্য
৭. হলুদ গুঁড়ো এক চা চামচের ৪ ভাগের এক ভাগ
৮. লবণ পরিমাণমতো
৯. তেল পরিমাণমতো
১০. পানি এক কাপের ৪ ভাগের এক ভাগ।

পদ্ধতি

আলু মিহি করে কুচি করে নিতে হবে। এরপর ধুয়ে পানি ঝরিয়ে নিন। তেল বাদে সব উপকরণ মিশিয়ে নিন আলু কুচির সঙ্গে।

এরপর প্যানে তেল গরম করে পেঁয়াজুর মতো করে আলু গোল করে ডুবো তেলে ছেড়ে দিন। এরপর এপিঠ-ওপিঠ লাল করে। সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

jagonews24

আলুর ফ্রেঞ্চ ফ্রাই

উপকরণ

১. আলু আধা কেজি
২. কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
৩. হলুদ এবং মরিচ গুঁড়ো সামান্য
৪. লবণ পরিমাণমতো
৫. টেস্টিং সল্ট এক চিমটি
৬. পানি সামান্য

পদ্ধতি

আলু ফ্রেঞ্চ আকারে কেটে নিন। সামান্য পানি দিয়ে কাটা আলুগুলোকে ভাঁপ দিয়ে নিতে হবে। পানি ভালো করে ঝরিয়ে কর্নফ্লাওয়ার, হলুদ এবং মরিচ গুঁড়ো, লবণ, টেস্টিং সল্ট আলুর সঙ্গে মিশিয়ে ১০ মিনিট রেখে দিন।

এবার প্যানে তেল গরম করে বাদামি করে ভেজে নিন। সস দিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ফ্রেঞ্চ ফ্রাই।

জেএমএস/এএসএম

আরও পড়ুন