ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

কম সময়ে ঘর ও পোশাক পরিষ্কারের কৌশল

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১০:২৯ এএম, ২৯ মার্চ ২০২১

বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানরা শবে বরাত পালন করে থাকেন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে। সর্বোচ্চ পাক-পবিত্রতার সঙ্গে শবে বরাতে ইবাদাত করা হয়ে থাকে। শুধু পরিষ্কার পোশাক পরলেই হবে না বরং ঘরও থাকা চাই পরিষ্কার-পরিচ্ছন্ন।

এজন্য দু’একদিন আগে থেকেই ঘর ও পোশাক পরিষ্কার করা শুরু করেন অনেকেই। তবে ব্যস্ততার কারণে আগে থেকে ঘর বা পোশাক পরিষ্কার করার সময় পান না কর্মজীবীরা। তারা চাইলেই সহজে শবে বরাতের দিন এ কাজগুলো সম্পন্ন করতে পারেন।

কিছু কৌশল জানা থাকলে খুব সহজে আর কম সময়ে ঘরও পরিষ্কার হবে আবার জামা-কাপড়ও হবে ঝকঝকে। চলুন তবে জেনে নেওয়া যাক ঘর ও পোশাক পরিষ্কার করার সহজ কয়েকটি উপায়-

ঘর পরিষ্কারের উপায়

>> ঘর পরিষ্কারের সময় আসবাবপত্র মুছতে ব্যবহার করুন পাতলা কাপড়।

jagonews24

>> বেকিং সোডা দুর্গন্ধ দূর করে। কার্পেট, জুতার গন্ধ দূর করতে কিছুক্ষণ বেকিং সোডা ঘরে ছড়িয়ে রাখুন, তারপর পরিষ্কার করে ফেলুন।

>> ঘরের ঝুল ঝাড়তে পেইন্টিং ব্রাশ বা লম্বা ঝুল ঝাড়ার ব্রাশ ব্যবহার করতে পারেন।

>> আয়না পরিষ্কারের জন্য গ্লাস ক্লিনার বা পানিতে সামান্য ডিটারজেন্ট মিশিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে কাঁচ মুছে দিন।

>> ওয়ারড্রব, টেবিল, ড্রেসিং টেবিল সব সময় পরিষ্কার করতে ভেজা কাপড় ব্যবহার করুন।

jagonews24

>> ঘরে কম্পিউটার, রাউটার, ওভেন বা ফ্রিজ পরিষ্কারের সময় বিশেষ যত্ন নিন।

>> মেঝে পরিষ্কার রাখতে মাসে একবার আসবাব সরিয়ে ডিটারজেন্ট ব্যবহার করুন। পরে একবার ভেজা কাপড় এবং শেষে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। না হলে মেঝে পিচ্ছিল থেকে যাবে।

>> অনেকের ধুলাবালিতে অ্যালার্জি হয়। এজন্য পরিষ্কারের সময় হ্যান্ড গ্লোভস পরে নিলে ভালো হয়।

>> ঘর সাজানোর জন্য শো-পিস, ফুলদানি এসব পাতলা কাপড় দিয়ে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করুন।

jagonews24

>> অনেকে জানালা এবং জানালার পর্দা মাসের পর মাস পরিষ্কার করেন না। মাসে একবার পর্দা পরিষ্কার করা ভালো এবং এক-দুই সপ্তাহে পাতলা কাপড় ভিজিয়ে জানালা পরিষ্কার করুন।

জামা-কাপড় পরিষ্কার করবেন যেভাবে

>> ডিটারজেন্ট কখনো সরাসরি কাপড়ের উপর ঢেলে ব্যবহার করবেন না। প্রথমে কাপড় তারপর পানি এবং এরপর ডিটারজেন্ট দিবেন।

>> অতিরিক্ত ময়লা কাপড়ের সঙ্গে অন্য কাপড় একসঙ্গে ভেজাবেন না। এতে করে এক কাপড়ের দাগ অন্য কাপড়ে লেগে যেতে পারে।

>> সাদা কাপড় সব সময় অন্য কাপড় থেকে আলাদা ভেজাবেন।

jagonews24

>> সাদা কাপড়ে উজ্জ্বলতা আনতে আধা কাপ ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ বেকিং সোডা দিয়ে মেশান এবং এ মিশ্রণ দিয়ে সাদা কাপড় ধুয়ে ফেলুন।

>> জিন্স, শার্ট, প্যান্ট ইত্যাদি ভারি কাপড় উল্টো করে ধুয়ে ফেলুন।

>> রঙিন কাপড় কখনো কড়া রোদে দেবেন না। বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে শুকাতে দেওয়াই ভালো।

>> ডিটারজেন্ট পাউডারে বেশিক্ষণ কাপড় ভিজিয়ে রাখবেন না। এতে কাপড়ের সুতা নরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে।

>> ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার ক্ষেত্রে কাপড়ের ধরন বুঝে ধুতে হবে। না হলে পোশাক নষ্ট হয়ে যেতে পারে।

জেএমএস/এসইউ/জেআইএম

আরও পড়ুন